ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছায়ানটের শুদ্ধ সঙ্গীত উৎসব শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ১০:৪০, ১৯ ডিসেম্বর ২০১৯

ছায়ানটের শুদ্ধ সঙ্গীত উৎসব শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ ছায়ানট আয়োজিত দুই দিনব্যাপী শুদ্ধ সঙ্গীত উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার। ছায়ানট মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় উৎসবের উদ্বোধন করবেন ময়মনসিংহের প্রখ্যাত তবলা শিল্পী পবিত্র মোহন দে। প্রথম দিনের অধিবেশন শুরু হয়ে চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। প্রথম এ অধিবেশনে শাস্ত্রীয়সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সতীন্দ্রনাথ হালদার, অনিল কুমার সাহা এবং চট্টগ্রামের স্বর্ণময় চক্রবর্তী। বাঁশি বাজিয়ে শোনবেন শিল্পী মুর্তুজা কবীর মুরাদ ও কামরুল আহমেদ। তবলায় অংশ নেবেন শিল্পী সবুজ আহমেদ, বেহালা বাজাবেন শিল্পী শান্ত আহমেদ। এছাড়া বৃন্দ সঙ্গীতে অংশ নেবে ছায়ানটের শিল্পীরা। উৎসবের দ্বিতীয় অধিবেশন শুরু হবে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে, চলবে রাতব্যাপী। এ অধিবেশনে কণ্ঠসঙ্গীতে অংশ নেবেন শিল্পী খায়রুল আনাম শাকিল, রেজোয়ান আলী, অসিত দে, শেখর ম-ল, বিজন চন্দ্র মিস্ত্রি, পরাগ প্রাইম চক্রবর্তী, শ্রাবন্তী ধর, সুপ্তিকা ম-ল, মিনহাজুল হাসান ইমন এবং দ্বৈত অংশ নেবেন শিল্পী অভিজিৎ কুন্ডু ও টিংকু পাল। বেহালা বাজিয়ে শোনাবেন মোঃ আলাউদ্দিন মিয়া এবং সেতার বাজাবেন এবাদুল হক সৈকত। সরোদে অংশ নেবেন শিল্পী রাজরূপা চৌধুরী। তবলায় অংশ নেবেন শিল্পী অনন্য রোজারিও। বৃন্দ তবলা বাদন ও বৃন্দ কণ্ঠসঙ্গীতে অংশ নেবে ছায়ানটের শিক্ষার্থীরা। শিল্পীদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে সঙ্গত করবেন জগন্নাথ রায়, রতন কুমার দাস, মৃত্যুঞ্জয় মজুমদার, বাদল চৌধুরী, গৌতম সরকার, ইফতেখার আলম ডলার, স্বরূপ হোসেন, প্রশান্ত ভৌমিক, টিংকু শীল, সবুজ আহমেদ ও শৌণক দেবনাথ ঋক। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। আদি ঢাকা সাংস্কৃতিক জোটের উৎসব উদ্বোধন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শাখা সংগঠন আদি ঢাকা সাংস্কৃতিক জোটের দুই দিনব্যাপী বিজয় উৎসবের উদ্বোধন হয় বুধবার বিকেল ৪টায়। রাজধানীর সদরঘাটের বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) মাঠ প্রাঙ্গণে দুদিনব্যাপী বিজয় উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। সম্মানিত অতিথি ছিলেন জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী হাসান আরিফ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান ও সদস্য সচিব আহসান সিদ্দিকী। সভাপতিত্ব করে আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস বোস বাবুরাম। স্বাগত বক্তব্য প্রদান করেন জোটের সাধারণ সম্পাদক হানিফ খান। আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয় গে-ারিয়া সীমান্ত খেলাঘর আসর, সপ্তকলির আসর। পথনাটক পরিবেশন করে বৃত্ত নাট্যদল। একক আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম, কেএম আবরার সিদ্দিকী নাফিস, প্রণীতা উষ্ণ বন্দ্যোপাধ্যায়। দলীয় সঙ্গীত পরিবেশনায় ছিল বুলবুল একাডেমি অব ফাইন আর্টস, কিশোলয় সাংস্কৃতিক কেন্দ্র।
×