ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৯:৩৬, ১৯ ডিসেম্বর ২০১৯

নেত্রকোনায় যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ মঞ্চস্থ

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে জেলা সদরের পাবলিক হলে ঐতিহাসিক যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ মঞ্চস্থ হয়েছে। জ্ঞানদীপ থিয়েটার নামে একটি অপেশাদার নাট্য সংগঠন এ যাত্রাপালার আয়োজন করে। অপার বাংলার প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত এ যাত্রাপালাটি পরিচালনা করেন মির্জা আব্দুল কদ্দুছ। সিরাজ চরিত্রে অভিনয় করেন শিক্ষক তপন চন্দ্র দাস। অন্য চরিত্রের কলাকুশলীরা হলেন অধ্যাপক ননীগোপাল সরকার, নিবাস চন্দ্র শীল, আব্দুল বাচ্ছির, আব্দুল হান্নান, খন্দকার মাসুদ মিন্টু, মোজাহিদ, আজিজুল ইসলাম, আব্দুল বারেক, ডাঃ মানিক, গৌরাঙ্গ সরকার, রঞ্জন চন্দ্র দাস, পূর্ণিমা ব্যানার্জী, মমতা প-িত ও সাধনা চক্রবর্তী। স্মারকের দায়িত্ব পালন করেন দীন ইসলাম। বিপুলসংখ্যক নারী-পুরুষ রাতঅবধি পালাটি উপভোগ করেন। যাত্রাপালার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।
×