ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে প্রত্যাশা ২০২১ ফোরামের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৯:৩৬, ১৯ ডিসেম্বর ২০১৯

বিজয় দিবসে প্রত্যাশা ২০২১ ফোরামের সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন ‘প্রত্যাশা ২০২১ ফোরাম’-এর উদ্যোগে লালমাটিয়ার মোহাম্মদপুরে বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে কবিতা, কথামালা ও সুরের ঝর্ণাধারায় দেশের সূর্যসন্তানদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে স্বরচিত বিজয়ের কবিতা আবৃত্তি করেন ফোরামের সাংগঠনিক সচিব কবি মাশুক শাহী, সাংস্কৃতিক সচিব শাহিদা পারভীন, মৎস্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. আরিফ আজাদ ও পাপ্পী তালুকদার। আবৃত্তি করেন নিপেন চন্দ্র বালা। গান করেন ফোরামের সহঃ সদস্য সচিব আসমা আকতার, সাংগঠনিক সচিব মাশুক শাহী ও শামসুন নাহার আজিজ লীনা। প্রত্যাশা ২০২১ ফোরামের সভাপতি এস এম আজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন সদস্য সচিব রুহি দাস, বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্কের (বিএফএসএন) চেয়ারম্যান মহিদুল হক খান, সৈয়দা ইয়াসমিন, মোঃ সোহেল রানা, জাহানারা হাসান পান্না, মোহাম্মদ তূর্য, মোহাম্মদ সুমন শেখ ও রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের নেতৃত্বে আসতে হবে। যে আকাক্সক্ষা ও স্বপ্ন নিয়ে এদেশের লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আজকের তরুণ প্রজন্মই পারে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বীরের জাতি হিসেবে বাঙালী জাতির আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখ- হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার মাইলফলকের দিন। ১৯৭১ সালের এইদিন অপরাহ্ণে, ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানী হায়েনার দল পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করেছিল। এক সাগর রক্তের বিনিময়ে, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম ও মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলার স্বাধীনতা পেয়েছি। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় হয়।
×