ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মারুফ তানহার ‘দখল’ চলচ্চিত্রের শূটিং শুরু আজ

প্রকাশিত: ০৯:৩৫, ১৯ ডিসেম্বর ২০১৯

মারুফ তানহার ‘দখল’ চলচ্চিত্রের শূটিং শুরু আজ

সংস্কৃতি ডেস্ক ॥ জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজীর পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘দখল’ নামের একটি চলচ্চিত্র। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি হবেন মারুফ আকিব ও তানহা মৌমাছি। দুই প্রজন্মের দুই শিল্পীকে নিয়ে অভিনেতা আমির সিরাজী প্রথমবারের মতো পরিচালনায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন আমির সিরাজী। চলচ্চিত্রটি প্রযোজনা করছে তরুণ বাংলা প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে আজ বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জ অষ্টগ্রামে চলচ্চিত্রটির শূটিং শুরু হবে। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক জানান, গ্রামের পটভূমি নিয়ে ‘দখল’ চলচ্চিত্রটি নির্মিত হবে। চলচ্চিত্রটি প্রসঙ্গে অভিনেতা মারুফ আকিব বলেন, গ্রামের পটভূমি নিয়ে ‘দখল’ চলচ্চিত্রটি নির্মিত হবে। প্রথমবার তানহা আমি জুটি হয়ে কাজ করব। আর এর মাধ্যমে জনপ্রিয় অভিনেতা আমির সিরাজী নির্মাণে আসছেন। তার জন্য শুভ কামনা। আশা করছি আমাদের জুটি পছন্দ করবেন দর্শক। লাস্যময়ী তানহা মৌমাছি বলেন, চলচ্চিত্রে অভিনয় করার মতো সুন্দর একটি চরিত্র পেয়েছি। গল্প আর নির্মাণ ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করছি। এই চলচ্চিত্রে একজন গ্রামের সাধারণ মেয়ের চরিত্রে আমি অভিনয় করব। সবচেয়ে বড় বিষয় হলো চলচ্চিত্র সামাজিক গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে। আশা করছি, আমার এই কাজটির মাধ্যমে দর্শকদের ভাল কিছু দিতে পারব।
×