ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার দাবা লীগে নবাগত পুলিশ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১১:৫৮, ১৮ ডিসেম্বর ২০১৯

প্রিমিয়ার দাবা লীগে নবাগত পুলিশ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন রেফ্রিজারেটর প্রিমিয়ার ডিভিশন দাবা লীগে বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা ১১ খেলায় ২২ পয়েন্টে নিয়ে শিরোপা জয় করে। এবারের লীগে নবাগত পুলিশ ইসফট এরিনা চেস ক্লাবের কাছ থেকে স্বত্ব নিয়ে প্রিমিয়ার ডিভিশন দাবা লীগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে এবং চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত একাদশ ও শেষ রাউন্ডের খেলায় পুলিশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে হারায়। পুলিশ দাবা দলের হয়ে অংশগ্রহণ করেন জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার যোবাভা বাহাদুর, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার মিখাইল মেচডলিশভ্যালি, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, ফিদেমাস্টার আব্দুল মালেক এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। বাংলাদেশ পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন ড. শোয়েব রিয়াজ আলম। গতবারের প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব ২০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। শেষ রাউন্ডের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব ৪-০ গেম পয়েন্টে সোনারগাঁও চেস ক্লাবকে হারায়। সাইফের হয়ে খেলেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, বেলারুশের গ্র্যান্ডমাস্টার কোভালেভ ভøাদিশ্লাভ, আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার এলতাজ সাফারলি, গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব। সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে। গতবারের প্রথম বিভাগ দাবা লীগ হতে উন্নীত নবাগত উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন মঞ্জুর আলম (অধিনায়ক), তাহসিন তাজওয়ার জিয়া, গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম লগোভস্কোই, আন্তর্জাতিক মাস্টার খুশেনখোজায়েভ মুহাম্মদ, অনত চৌধুরী ও মুরাদ হোসেন।
×