ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, মর্যাদার এল ক্লাসিকো জিততে চান দুই কোচ জিদান ও ভালভার্ডে, রাজনৈতিক উত্তাপে ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা

নুক্যাম্পে বার্সিলোনা-রিয়াল মাদ্রিদ মহারণ

প্রকাশিত: ১১:৫৬, ১৮ ডিসেম্বর ২০১৯

নুক্যাম্পে বার্সিলোনা-রিয়াল মাদ্রিদ মহারণ

জাহিদুল আলম জয় ॥ অবশেষে সন্ত্রাসীদের হুমকি ও রাজনৈতিক উত্তাপের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে মর্যাদার এল ক্লাসিকো। আজ রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সার মাঠ নুক্যাম্পে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটি নিয়ে স্টেডিয়াম এলাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। প্রতিবছরই এল ক্লাসিকো বিভিন্ন কারণে উত্তেজনা ছড়ায়। তবে এবারের কারণটা খেলার বাইরের- রাজনৈতিক। এ কারণেই প্রায় চার মাস আগে হওয়ার কথা থাকলেও ম্যাচটি হতে যাচ্ছে আজ। তাও আবার অনেক হুমকি-ধামকির মধ্যে। কাতালান স্বাধীনতা নিয়ে অনেকদিন থেকেই স্পেনে চলছে সহিংসতা। যে কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের সবচেয় বড় ম্যাচটি আয়োজন করতে পারছিল না। ম্যাচটি আয়োজনে লম্বা সময় অতিবাহিত হলেও সতর্ক স্পেন সরকার। কেননা স্বাধীনতা নিয়ে উত্তাল হয়ে আছে কাতালানরা। এরই মধ্যে কাতালানে হতে যাচ্ছে রিয়াল-বার্সা মহারণ। চরমপন্থীদের হুমকির মধ্যেই সাহস নিয়ে ম্যাচটি আয়োজন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, খেলা চলাকালে স্বাধীনতাকামী কাতালানরা বিক্ষোভ প্রদর্শন করতে পারেন। এ কারণে বার্সিলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্টোমেউ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ম্যাচটি আর বাতিল করার সুযোগ নেই। শহরবাসীর সবাইকে পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে খেলা দেখতে মাঠে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে খেলোয়াড়রা খেলার দিকেই তাদের সকল মনোযোগ দিতে পারবে। আরও একটি কারণে ম্যাচটির গুরুত্ব বেড়ে গেছে। নয় বছর পর এই প্রথম কোন এল ক্লাসিকোয় দুই দলই সমান পয়েন্ট নিয়ে খেলতে নামছে। অর্থাৎ বর্তমানে ১৬টি করে ম্যাচ শেষে রিয়াল ও বার্সা দু’দলেরই ভা-ারে জমা আছে সমান ৩৫ পয়েন্ট করে। তবে গোলগড়ে এগিয়ে আছে লিওনেল মেসির দল। মুখোমুখি হওয়ার আগে নিজেদের সর্বশেষ ম্যাচে রিয়াল ও বার্সা দু’দলই ড্র করেছে। বার্সাকে ২-২ গোলে আটকে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। আর ঘরের মাঠে হারতে হারতে করিম বেনজেমার গোলে রিয়াল কোনরকমে ১-১ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়ার সঙ্গে। ম্যাচটিতে মাঠে নামার আগে বার্সিলোনা ও রিয়াল দু’দলেরই কোচ বেশ চাপে আছেন। ম্যাচটিতে যারা জিতবে তারাই বড় দিনের আগে নিজেদের এগিয়ে রাখবে। বিশেষ করে দুই সপ্তাহের শীতকালীন বিরতির আগে একে অপরের থেকে তিন পয়েন্টে এগিয়ে যাওয়াটা স্বস্তির বিষয়। কয়েক সপ্তাহ আগেও অবশ্য দুই দলের চিত্রটা এমন ছিল না। প্রতিটি ম্যাচের পরই কোচ হিসেবে নতুন কারও নাম যুক্ত হচ্ছিল। কোন গোল হজম করার সঙ্গে সঙ্গে শঙ্কাটা বেড়ে চলছিল। রিয়াল মাদ্রিদ কোচ জিনদিন জিদানের স্থানে অনেকেই জোশে মরিনহোকে দেখেছিলেন। অন্যদিকে বার্সিলোনার সঙ্গে রোল্যান্ড কোম্যানের আসাটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত অবশ্য নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছেন জিদান ও ভালভার্ডে। তবে সবচেয়ে বড় ম্যাচে মাঠে নাামার আগে আবারও চাপে পড়েছেন দু’জন। জিদানকে নিয়ে রিয়ালে স্বস্তি ফিরে আসলেও বার্সিলোনায় ভালভার্ডেকে নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। যে কান মুহূর্তে তিনি চেয়ার হারাতে পারেন বলে শঙ্কা আছে। তবে এসব নিয়ে চিন্তিত না বার্সা বস। এখন তার সব মনোযোগ ক্লাসিকো ঘিরে। ভালভার্ডে বলেন, এটা অনেক বড় ম্যাচ। নানা কারণে ম্যাচটির গুরুত্ব বেড়েছে। আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। রিয়াল কোচ জিনেদিন জিদানও জয় নিয়ে ফিরতে চান ন্যুক্যাস্প থেকে। ফরাসী গ্রেট বলেন, অনেকদিন পর ম্যাচটি হতে যাচ্ছে। সবাই খেলতে মুখিয়ে আছে। বড় দিক হচ্ছে দু’দল এখন এক জায়গায় দাঁড়িয়ে। এই অবস্থায় ম্যাচটির গুরুত্ব অনেক বেশি।
×