ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও ইউপি সদস্য লাঞ্ছিত

প্রকাশিত: ১১:১৭, ১৮ ডিসেম্বর ২০১৯

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও ইউপি সদস্য লাঞ্ছিত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৭ ডিসেম্বর ॥ মহান মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের হেডকোয়ার্টার ছিল বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়। সোমবার এই বিদ্যালয়ের মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানের বিরতির সময় ইভটিজিং নিয়ে সংঘটিত হামলার ঘটনায় বখাটেদের হাতে শিক্ষার্থী, শিক্ষক ও এক ইউপি সদস্য লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার পাটগ্রাম থানায় মামলা দায়ের হয়েছে। বাবু (১৯) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। জানা যায়, বিজয় দিবসের দিন সকালের অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার সময় কয়েকজন ছাত্রীকে স্থানীয় বখাটে তানজিদ, বাবু ও লিমনসহ ৯/১০ যুবক পথরোধ করে অশ্লীল কথা বলে এবং অঙ্গভঙ্গি করে। এক পর্যায়ে বখাটেরা ছাত্রীদের মোবাইল নম্বর নেয়ার জন্য জোর করতে থাকে। এ সময় বুড়িমারী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নুর ইসলাম শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করেন। এক বখাটেকে আটক করে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়ার সময় অনুষ্ঠানস্থলের চেয়ার দিয়ে অন্য বখাটেরা মেম্বার এবং শিক্ষার্থীদের মারপিট করে। এক পর্যায়ে চেয়ার দিয়ে শিক্ষক সবেদ আলীকেও আঘাত করে তারা। আহত ওই ইউপি সদস্যকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ইউপি সদস্য নুর ইসলাম বলেন, ‘ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ ও বাধা দেয়ায় আমাকে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মারপিট করা হয়। আমার মাথার দুই জায়গায় আঘাত লেগেছে।
×