ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে নিরপরাধ আজিজ জামিনে মুক্তি পেলেন

প্রকাশিত: ১১:১৪, ১৮ ডিসেম্বর ২০১৯

অবশেষে নিরপরাধ আজিজ জামিনে মুক্তি পেলেন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অবশেষে চৌগাছার নিরপরাধ আব্দুল আজিজ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে চৌগাছা থানা থেকে পুলিশ প্রতিবেদন ও সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল প্রতিবেদন দাখিল করেন যে, আটক আব্দুল আজিজ এসটিসি ৬১/১২ মামলার আসামি নন। প্রকৃত আসামি আব্দুল আজিজ প্রবাসে আছেন। প্রতিবেদন পাওয়ার পর আটক আব্দুল আজিজকে মঙ্গলবার যশোরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদৎ হুসাইনের আদালতে হাজির করা হয়। সেখানে আদালত আব্দুল আজিজের সঙ্গে কথা বলে তার নাম, ঠিকানা, পেশাসহ অন্যান্য বিষয়ে খোঁজ-খবর নেন। পরে আদালত এ্যামিকাস কিউরি হিসেবে যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহিনের মতামত গ্রহণ করেন। তিনি সংশ্লিষ্ট মামলার আসল আসামি আব্দুল আজিজেরও আইনজীবী। এ্যাডভোকেট শাহিন আদালতকে নিশ্চিত করেন যে, আটক আব্দুল আজিজ ওই মামলার আসামি নন। এরপর নথিপত্র যাচাই-বাছাই করে আদালত পুলিশের ভুলে আটক আব্দুল আজিজকে মুক্তির আদেশ দেন। আদালতের আদেশ কারাগারে পৌঁছানোর পর কারা কর্তৃপক্ষ সন্ধ্যায় আব্দুল আজিজকে মুক্তি দেন।
×