ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পথশিশুদের গায়ে অগ্নিসংযোগ

প্রকাশিত: ১১:১৪, ১৮ ডিসেম্বর ২০১৯

পথশিশুদের গায়ে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফকিরাপুলে সেলিম (১১) নামে এক পথশিশুর গায়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শিশুটির দেহের শতকরা ২৭ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, শিশুটির কাছে তার কোন পরিচিত লোকজন নেই। শিশুটির রক্তের প্রয়োজন হতে পারে। মতিঝিল থানার পরিদর্শক (অপারেশন্স) মোঃ রফিকুল ইসলাম জানান, সেলিম ফকিরাপুল এলাকায় ফুটপাতে থাকে। এক নারীকে মা বলে ডাকে। তিনি জানান, ছেলেটি আমাদের বলেছে, সোমবার বিকেলে এক রিক্সাচালক তার সেই মাকে ‘কুপ্রস্তাব’ দেয়। তার প্রতিবাদ করলে ছেলেটির সঙ্গে রিক্সাচালকের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ওই রিক্সাচালক তার শার্টে আগুন লাগিয়ে দেয়। মতিঝিল থানার এসআই জালাল উদ্দিন জানান, শিশুটি যে নারীকে মা বলে ডাকত, তার সঙ্গে পুলিশের কথা হয়েছে। শিশুটি কথিত মাও একই কথা জানিয়েছেন। সেই রিক্সাচালকের চেহারার বর্ণনা দিয়েছেন শিশুটির সেই মা। রিক্সাচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এসআই জালাল জানান, শিশুটির সেই মার কথা কিছুটা অসংলগ্ন, মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। বাড়ি বলেছে চট্টগ্রামে। তিনি জানান, শিশু সেলিমের কোন বাবা-মা নেই।
×