ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডব্লিউটিএ’র সেরা খেলোয়াড় বার্টি

প্রকাশিত: ১০:২১, ১৮ ডিসেম্বর ২০১৯

ডব্লিউটিএ’র সেরা খেলোয়াড় বার্টি

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে এ্যাশলে বার্টির। মৌসুমের শেষ মুহূর্তেও যেন তার পুরস্কার পেলেন তিনি। ডব্লিউটিএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের শোকেসে তুলে নেন অস্ট্রেলিয়ান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড়। কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কু, রোমানিয়ার সিমোনা হ্যালেপ এবং জাপানের নাওমি ওসাকাকে পেছনে ফেলে ডব্লিউটিএ’র সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন। বর্ষসেরার দৌড়ে এ্যাশলে বার্টির কাছে হেরে গেলেও ২০১৯ সালের নবীন খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। গত মৌসুমে ইউএস ওপেনের শিরোপা জেতা ছাড়াও তরুণ প্রতিভাবান এই কানাডিয়ান তারকার পারফর্মেন্সে মুগ্ধ হয়েছে গোটা টেনিস দুনিয়া। ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান তিনি। সবচেয়ে ভাল পারফর্মারের পুরস্কার জিতেছেন আমেরিকার সোফিয়া কেনিন। এছাড়া সেরা প্রত্যাবর্তনের পুরস্কার জিতেছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। বর্ষসেরা কোচের পুরস্কারটাও উঠেছে বার্টির কোচ ক্রেইগ টিজারের হাতে। র‌্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে থেকে ২০১৯ সাল শুরু করেছিলেন এ্যাশলে বার্টি। এর পরের গল্পটা শুধুই এগিয়ে চলার। টেনিস কোর্টে এই বছরটা দুর্দান্ত খেলেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম প্রিমিয়ার ম্যানডেটরি শিরোপা, স্বপ্নের গ্র্যান্ডস্লাম ফ্রেঞ্চ ওপেন জয়। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল। সর্বশেষ ডব্লিউটিএ ফাইনালসেও বাজিমাত করেছেন অস্ট্রেলিয়ান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড়। গত মৌসুমে চতুর্থ শিরোপা জিতেন তিনি। এ বছরে তার সমান চারটি শিরোপার দেখা পেয়েছেন কেবল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা। অথচ ২০১৪ সালে হঠাৎ করেই টেনিস থেকে সরে দাঁড়িয়েছিলেন এ্যাশলে বার্টি। ছোটবেলাই যে টেনিসে হয়েছিল তার হাতেখড়ি সেই টেনিস ছেড়েই নতুন করে ক্যারিয়ার গড়েন ক্রিকেটে।
×