ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইইবির ডিজিটাল যাত্রা শুরু

প্রকাশিত: ০৯:২৩, ১৮ ডিসেম্বর ২০১৯

আইইবির ডিজিটাল যাত্রা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রকৌশলীদের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ডিজিটাল যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার আইইবির কাউন্সিল হলে প্রতিষ্ঠানটির ডাইনামিক ওয়েবসাইট এবং এ্যাপ উদ্বোধনের মাধ্যমে এই ডিজিটাল কার্যক্রম শুরু হয়। আইইবির ডাইনামিক ওয়েব পোর্টালের মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে সদস্যপদ প্রাপ্তির জন্য আবেদন, সদস্য নবায়ন এবং সদস্য আপগ্রেড করা যাবে। যেকোন ফি অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া যাবে। সব প্রকার নোটিস, ইভেন্ট, তথ্য ও সংবাদ সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা যাবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইইবির এই ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইইবির কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম। আইইবির নতুন ওয়েবসাইট ও এ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আইইবির কম্পিউটার কৌশল বিভাগের সদস্য প্রকৌশলী আবু হাসান মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আইইবির কম্পিউটার কৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মোঃ রনক আহসান।
×