ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রয়োজন কাঠামোগত সংস্কার

প্রকাশিত: ০৯:০৮, ১৮ ডিসেম্বর ২০১৯

প্রয়োজন কাঠামোগত সংস্কার

আইএমএফের শীর্ষ ইকনোমিস্ট গীতা গোপিনাথ বলেছেন, ভারতের অর্থনীতিতে গতি সঞ্চার করতে হলে কাঠামোগত সংস্কার করতে হবে। দেশটির অর্থনীতির মন্থরগতি এখন ছয় বছরের মধ্যে সর্বনিম্নœ পর্যায়ে চলে এসেছে। অভ্যন্তরীণ বাজারেও ক্রেতাদের চাহিদা কমে গেছে। তিনি বলেন, কেবল সরকার খাত নয় বরং ব্যাংকিং খাত এবং শ্রম বাজারেরও সংস্কার করতে হবে। গীতা গোপিনাথ চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। -ইকনোমিক টাইমস এস্তোনিয়ার দুঃখ প্রকাশ এস্তোনিয়ার প্রেসিডেন্ট কার্স্টি কালজুলাইদ তার স্বরাষ্ট্রমন্ত্রী অতি সম্প্রতি ফিনল্যান্ডের নয়া প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এস্তোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মার্ট হেলমে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনকে সেলস গার্ল অভিহিত করেন, যা ছিল কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী। কালজুলাইদ বলেন, তিনি তার এ কথায় বিব্রতবোধ করছেন। এক বিবৃতিতে বলেন, ‘এ বিষয়ে আমি ফিনিশ প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করছি।’ -বিবিসি।
×