ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাগরিকত্ব আইন নিয়ে সরকারকে সতর্ক করলেন প্রণব

প্রকাশিত: ০৯:০৮, ১৮ ডিসেম্বর ২০১৯

নাগরিকত্ব আইন নিয়ে সরকারকে সতর্ক করলেন প্রণব

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে সরকারকে সতর্ক করলেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। তিনি বলেছেন, ভারতীয়রা কোন বিভাজন সহ্য করতে পারে না। নাগরিকত্ব আইন ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সেটাই বুঝিয়ে দিচ্ছে। প্রণব সোমবার বলেন, সংখ্যাগরিষ্ঠতা স্থায়ী সরকার গঠনের অধিকার দেয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেলেই যা খুশি তা করা যায় না। মনে রাখতে হবে, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জনপ্রিয়তা মাপা বোকামি। কিন্তু অনেকেই তা বুঝতে পারে না। ক্ষমতায় গিয়ে খেয়ালখুশি মতো আইন বানানোর চেষ্টা করে। এরপর তিনি বলেন, ভারতীয়রা ভাগাভাগি সহ্য করতে পারে না। তারা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। বিশাল এই দেশে বসবাসকারী সব মানুষের জাতীয়তা একই। আর তা হলো ‘ভারতীয়’। -এনডিটিভি
×