ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শান্তির আহ্বান জানালেন মোদি

প্রকাশিত: ০৯:০৭, ১৮ ডিসেম্বর ২০১৯

শান্তির আহ্বান জানালেন মোদি

ভারতে নতুন নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভের আগুন বাড়তে থাকায় শেষ পর্যন্ত নীরবতা ভেঙ্গে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে মোদি লিখেছেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সহিংস প্রতিবাদ-বিক্ষোভ দুর্ভাগ্যজনক। এখন শান্তি, একতা এবং ভ্রাতৃত্ব বজায় রাখার সময়।’ নাগরিকত্ব আইনটি নিয়ে ভারতজুড়ে দিল্লী, মুম্বাই হায়দ্রাবাদ, কলকাতাসহ বিভিন্ন জায়গায় গত কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে। সোমবার দিল্লীতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে শতাধিকজন আহতও হয়েছে। বিক্ষোভ-সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। নতুন এ আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বাস করা অ-মুসলিম শরণার্থীরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন। অবৈধভাবে বাস করার জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হবে না। হিন্দু, খ্রীস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের শরণার্থীরা এ সুবিধা পাবে। কিন্তু মুসলিম শরণার্থীদের এ সুবিধা নেই। তাই আইনটি মুসলিমবিরোধী এবং সাম্প্রদায়িক বলে তীব্র সমালোচনা হচ্ছে। -এনডিটিভি
×