ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিক্ষোভে যোগ দিচ্ছে বিভিন্ন শহরের শিক্ষার্থীরা

ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত: ০৯:০৬, ১৮ ডিসেম্বর ২০১৯

ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত

ভারতের বিভিন্ন রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে। নয়াদিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ চড়াও হওয়ার পর তা বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। এনডিটিভি। উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রবিবার রাতে জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মিছিল বের করে। পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে ৪০ জনের মতো আহত হন। মধ্যরাতে হায়দ্রাবাদের মাওলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয় ও বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু হয়। দিল্লীতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকে শত শত শিক্ষার্থী নগরীর পুলিশ সদর দফতরের সামনে জড়ো হয়ে জামিয়া মিলিয়ায় আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি করে স্লোগান দেয়। তাদের বিক্ষোভের মুখে রাতেই জামিয়ার আটক সব শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে সোমবার ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় বসেন কংগ্রেসের নেতা প্রিয়াঙ্কা গান্ধী। রবিবার সন্ধ্যায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি প্রতিবাদ মিছিল দিল্লীর যন্তরমন্তরের দিকে যাওয়ার চেষ্টাকালে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থী ও অন্য প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। প্রতিবাদকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়। পুলিশের লাঠিপেটা ও কাঁদুনে গ্যাস থেকে বাঁচতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিলে তাদের ধাওয়া করতে থাকা পুলিশও ক্যাম্পাসে প্রবেশ করে। ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থী ও কর্মচারীদের লাঠিপেটা করে প্রায় ১০০ শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় পুলিশ। আহত হয় শতাধিক শিক্ষার্থী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের পর সোমবার সকালেও তার জের চলতে থাকে। এদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন লক্ষেèৗ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সত্যজিৎ রায় ফিল্ম এ্যান্ড টেলিভিশনের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। আমেদাবাদের আইআইএম, হায়দ্রাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়, আইআইটি মাদ্রাজ, পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছেন। ভারতে বিক্ষোভ গণআন্দোলনে রূপ নিচ্ছে ॥ অসম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের পর ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে গণআন্দোলনে। দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মুখর বিভিন্ন স্তর ও ধর্মের মানুষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিনা অনুমতিতে দিল্লীতে পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। বিক্ষোভকারীদের গায়ে গুলির আঘাত রয়েছে বলে জানান চিকিৎসকরাও। তবে বিক্ষোভ হটাতে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। নাশকতা ঠেকাতে লাঠিচার্জ করা হয়েছে বলে জানায় তারা। এদিকে, পশ্চিমবঙ্গে আন্দোলনকারীরা সরকারী বাস, ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়িসহ অন্তত ১৭টি যানবাহনে আগুন দিয়েছে।
×