ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবস প্রীতি ফুটবল

কায়সার-আসলামদের কাছে হার নকিব-ছোটনদের

প্রকাশিত: ১২:১৯, ১৭ ডিসেম্বর ২০১৯

কায়সার-আসলামদের কাছে হার নকিব-ছোটনদের

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার বাফুফের আর্টিফিসিয়াল টার্ফে যেন বসেছিল সাবেক ফুটবলারদের মিলনমেলা। বিজয় দিবস উপলক্ষে তারা এদিন দুটি দলে ভাগ হয়ে মুখোমুখি হয়েছিলেন একটি প্রীতি ফুটবল ম্যাচে। যাতে বাংলাদেশ লাল দল ১-০ গোলে হারায় বাংলাদেশ সবুজ দলকে। জয়ী দলের জাকির ২৫ মিনিটে জয়সূচক গোলটি করেন। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের পুরস্কৃত করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি। আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান ও ফিফা সদস্য মাহফুজা আক্তার কিরণ প্রমুখ। লাল দলে খেলেন : কানন, নিজাম, ইউসুফ, কায়সার, আমান, মাসুদ রানা, নিরা, রূপু (অধিনায়ক), সেন্টু, জাকির, বিদ্যুত. আলফাজ, লিটন (বড়), পাপ্পু, আসলাম, রাজ্জাক। সবুজ দলের হয়ে খেলেন : আতিক, পান্নু, সুজন, ছোটন, আতা, টিটু, বেলাল, নুরুল হক মানিক, স্বপন, মামুন বাবু, জালাল, মিন্টু, মিলন, নকিব, ইলিয়াস (অধিনায়ক), ডন। প্রিমিয়ার দাবা লীগের শীর্ষে পুলিশ স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন রেফ্রিজারেটর প্রিমিয়ার ডিভিশন দাবা লীগের দশম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ পুলিশ ২০ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুণœ রেখেছে। শিরোপা জয়ের জন্য শেষ রাউন্ডের খেলায় তাদের ড্র প্রয়োজন। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে হারায়। সাইফ স্পোর্টিং ক্লাব ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও বাংলাদেশ নৌবাহিনী এবং তিতাস ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছে।
×