ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস ক্রিকেট

রফিকের ব্যাটিং তাণ্ডবে জয় শহীদ মুশতাক একাদশের

প্রকাশিত: ১২:১৬, ১৭ ডিসেম্বর ২০১৯

রফিকের ব্যাটিং তাণ্ডবে জয় শহীদ মুশতাক একাদশের

স্পোর্টস রিপোর্টার ॥ মোহাম্মদ রফিক মূলত বাঁহাতি স্পিনার। কিন্তু ব্যাট হাতে ক্যারিয়ারের অনেক সময়ই তা-ব চালিয়েছেন। তাই তিনি ব্যাটিংয়ে নামলেই দর্শকরা চিৎকার করতেন ‘রফিক, রফিক’ নাম ধরে। দীর্ঘদিন পর আবার ব্যাট হাতে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলেন তিনি। সোমবার বিজয় দিবস প্রদর্শনী টি২০ ক্রিকেট ম্যাচে তার ৩৯ বলে ৮ চার, ৫ ছক্কায় করা ৮১ রানের বিধ্বংসী ইনিংসে শহীদ জুয়েল একাদশকে ৭ উইকেটে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে শহীদ জুয়েল একাদশ ৪ উইকেটে ১৬২ রান তুলেছিল। জবাবে শহীদ মুশতাক একাদশ ১৮.২ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান তুলে সহজ জয় ছিনিয়ে নেয়। শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল বীর বিক্রম ছিলেন মুক্তিবাহিনীর ক্র্যাক প্লাটুনের সদস্য। আর শহীদ মুশতাক আহমেদ ছিলেন ক্রীড়া সংগঠক যাকে ২৫ মার্চ কালরাত্রিতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী। এ দুই একাত্তরের শহীদকে নিয়ে প্রতি বছরের মতো এবারও মিরপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের নিয়ে টি২০ প্রদর্শনী ম্যাচ হয়েছে। উভয় শহীদের পরিবারের উপস্থিতিতে জার্সি ও পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। শহীদ জুয়েল একাদশ লাল জার্সিতে আর শহীদ মুশতাক একাদশ সবুজ জার্সিতে মাঠে নামে জাতীয় পতাকা হাতে।
×