ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডনে সিটি ঝড়ে লণ্ডভণ্ড আর্সেনাল

প্রকাশিত: ১২:১৪, ১৭ ডিসেম্বর ২০১৯

লন্ডনে সিটি ঝড়ে লণ্ডভণ্ড আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ লন্ডনে ঘরের মাঠে রীতিমতো উড়ে গেল আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরেছে গানার্সরা। রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে সিটিজেনদেরে হয়ে জোড়া গোল করেন বেলজিক তারকা কেভিন ডি ব্রুইনে। অপর গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। আরেক ম্যাচে ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে ১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিচেস্টার সিটি। অনেক এগিয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৯। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৯। ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে ওলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার। ম্যানচেস্টার ইউনাইটেড ২৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। আর পঞ্চম হারের স্বাদ পাওয়া আর্সেনাল ২২ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। গত সপ্তাহে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়ন সিটি। আর্সেনালকে হারিয়ে তাই জয়ের ধারায় ফিরেছে পেপ গার্ডিওলার দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন সিটির ব্রুইনে। কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লীগে দুর্দান্ত হ্যাটট্রিক করা গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে জোরালো শটে সিটিকে এগিয়ে নেন বেলজিয়ান মিডফিল্ডার। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। মাঝমাঠ থেকে জেসুসের সঙ্গে একবার বল দেয়া-নেয়া করে বাঁদিক দিয়ে আক্রমণে গিয়ে বল বাড়ান ব্রুইনে। আর সহজেই লক্ষ্যভেদ করেন স্টার্লিং। ৪০ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে গার্ডিওলাবাহিনী। এবার গোল করেন প্রথম লক্ষ্যভেদ করা ব্রুইনে। ম্যাচের বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সিটি। অন্যদিকে আর্সেনালও ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে না পারায় লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয় গানার্সদের।
×