ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ এ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সিলোনা লড়বে নেপোলির বিরুদ্ধে

শেষ ষোলোয় ম্যানসিটি চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ১২:১৪, ১৭ ডিসেম্বর ২০১৯

শেষ ষোলোয় ম্যানসিটি চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ ড্র’র আগেই ধারণা করা হচ্ছিল প্রিকোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ পেতে পারে রিয়াল মাদ্রিদ। অবশেষে সেটাই হয়েছে। সোমবার রাতে সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ২০১৯-২০ মৌসুমের দ্বিতীয় রাউন্ডের ড্র। সেখানে আসরের রেকর্ড সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগে সান্টিয়াগো বার্নাবুতে মুখোমুখি হবে দুই দল। এরপর ফিরতি লেগে ১৭ মার্চ ম্যানচেস্টার স্টেডিয়ামে লড়বে রিয়াল ও সিটি। আরেক স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালিয়ান ক্লাব নেপোলিকে। আর বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল লড়বে স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। ফরাসী জায়ান্ট পিএসজি খেলবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। কঠিন পরীক্ষা দিতে হবে চেলসি ও বেয়ার্ন মিউনিখকে। ইংলিশ ও স্প্যানিশ জায়ান্ট একে অপররের মুখোমুখি হবে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। তাদের প্রতিপক্ষ ফরাসী ক্লাব লিঁও। অন্যান্য ম্যাচে লড়বে আটালান্টা-ভ্যালেন্সিয়া ও টটেনহ্যাম হটস্পার-লাইপজিগ। আগামী ১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হবে শেষ ষোলোর প্রথম লেগের খেলা। দ্বিতীয় লেগ হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ। ফাইনাল হবে তুরস্কের ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন ও একমাত্র দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা জয়ী রিয়ালের এবারের গ্রুপপর্ব ভাল কাটেনি। ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে রানার্সআপ হওয়া দলটির এবার আরও কঠিন চ্যলেঞ্জ। গতবার তারা এই রাউন্ডে ডাচ ক্লাব আয়াক্সের কাছে হেরে বিদায় নিয়েছিল। রিয়ালের প্রতিপক্ষ সিটি গ্রুপপর্বে অপরাজিত থেকে শেষ ষোলোয় উঠে এসেছে। চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় পেপ গার্ডিওলার দল। গত আসরের কোয়ার্টার ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে দুই লেগের রোমাঞ্চকর লড়াইয়ে হেরে বিদায় নিয়েছিল সিটিজেনরা। বার্সিলোনা ও নেপোলি দু’দলই নিজ নিজ গ্রুপে অপরাজিত থেকে দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে। বার্সা ছয় ম্যাচের চার জয় ও দুই ড্রয়ে অর্জন করে ১৪ পয়েন্ট। আর নেপোলি ‘ই’ গ্রুপে রানার্সআপ হয়ে এই স্টেজে এসেছে নেপোলি। চ্যাম্পিয়ন লিভারপুলের আসরের শুরুটা হয়েছিল নেপোলির মাঠে ২-০ গোলে হেরে। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। তাদের প্রতিপক্ষ এ্যাটলেটিকোর গ্রুপপর্ব ভাল কাটেনি। তিন জয় ও এক ড্রয়ের পাশাপাশি দুটি ম্যাচে হেরেছে দিয়াগো সিমিওনের দল। টানা সাতবারের জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের এবারের ঘরোয়া ফুটবলে সময়টা ভাল যাচ্ছে না। তবে ইউরোপ সেরার মঞ্চে দুর্দান্ত ছন্দে আছে বাভারিয়ানরা। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নদের শেষ ষোলোয় প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ ইংলিশ ক্লাব চেলসি। ব্লুজদের বিরুদ্ধে ফেবারিট হিসেবেই খেলবে বাভারিয়ানরা। তেমনি রোনাল্ডোর জুভেন্টাস স্পষ্ট ফেবারিট হিসেবে খেলবে লিঁওর বিরুদ্ধে। গতবারের ব্যর্থতা ঘুচিয়ে এবার তুরিনের ওল্ডলেডিদের শিরোপা পাইয়ে দিতে বদ্ধপরিকর সিআর সেভেন।
×