ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টানা পাঁচ জয় পিএসজির

প্রকাশিত: ১২:১৩, ১৭ ডিসেম্বর ২০১৯

টানা পাঁচ জয় পিএসজির

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে স্বরূপে ফিরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। টানা পাঁচ জয় তুলে নিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। রবিবার সেইন্ট এতিয়েনের বিপক্ষেও বড় জয় পেয়েছে থমাস টাচেলের দল। নেইমার-এমবাপেরা এদিন ৪-০ গোলে উড়িয়ে দেয় ১০ জনের দলে পরিণত হওয়া এতিয়েনকে। তবে এই ম্যাচে পেনাল্টি মিস করে বসেন নেইমার। তা না হলে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত পিএসজি’র। তবে এই জয়ের ফলে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শীর্ষস্থানটা আরও সুসংহত করেছে পিএসজি’র। মৌসুমের প্রথম ১৭ ম্যাচ থেকে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহে ৪২ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৩৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দুইয়ে রয়েছে মার্সেই। অর্থাৎ মার্সেই’র চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে নেইমার-এমবাপেরা। ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে লিলে। তুলনামূলক খর্বশক্তির দল সেইন্ট এতিয়েন। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। স্বাভাবিকভাবেই ফেবারিট হিসেবে এতিয়েনের মাঠে খেলতে নামে থমাস টাচেলের শিষ্যরা। সেটা দেখা যায় ম্যাচ শুরুর ৯ মিনিটেই। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পেরেদেসের গোলে এগিয়ে যায় সফরকারীরা। হুয়ান বের্নাতের শট গোললাইন থেকে প্রতিপক্ষ ডিফেন্ডার বিপদমুক্ত করলে ডি-বক্সের বাইরে বল পেয়ে যান পেরেদেস। তারপর দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন পিএসজি’র এই আর্জেন্টাইন মিডফিল্ডার। শুরুতেই এগিয়ে গিয়ে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি। একের পর এক আক্রমণে স্বাগতিকদের দিশেহারা করে ফেলে তারা। যার ফলে ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। নেইমারের থ্রু বল ধরে প্লেসিং শটে জাল খুঁজে নেন ফ্রান্সের এই বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। এর ফলে দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি। বিরতির পরও দাপট অব্যাহত থাকে সফরকারীদের। প্রথমার্ধে গোল না পাওয়া নেইমারের গোল করার সুযোগ আসে দ্বিতীয়ার্ধে। ৬২ মিনিটে ম্যাথিউ দেবুশির ফাউলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু হায়। ১২ গজ থেকে এতিয়েনের গোলরক্ষককে পরাস্ত করলেও বারপোস্টে প্রতিহত হয়ে ফিরে আসে বল। তবে গোল উৎসব থেমে যায়নি তাদের। ৭২ মিনিটে স্বাগতিকদের জালে তৃতীয় গোলটি করেন মাউরো ইকার্দি। লেইভিন কুরজাওয়ার ক্রসে ডি-বক্সে উড়ে আসা বল ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ছয় গজ দূরে বক্সে ফাঁকায় পেয়ে যান তিনি। নিখুঁত ভলিতে বল জালে জড়ান চলতি মৌসুমেই ইন্টার মিলান থেকে ধারে আসা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলে পিএসজির হয়ে ১৪ ম্যাচে এটি তার ১৩ গোল। ম্যাচের ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোল করে পিএসজিকে বড় জয় উপহার দেন কিলিয়ান এমবাপে। নেইমারের থ্রু থেকেই প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এই ফরাসী ফরোয়ার্ড। চলতি মৌসুমে লীগ ওয়ানে এমবাপের এটা নবম গোল।
×