ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজাকারের তালিকা দেশের জন্য মঙ্গলজনক ॥ জিএম কাদের

প্রকাশিত: ১১:০৪, ১৭ ডিসেম্বর ২০১৯

রাজাকারের তালিকা দেশের জন্য মঙ্গলজনক ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমরা সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, মাদক ও বেকারত্বমুক্ত দেশ চাই। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই যাতে স্বাধীনতার সুফল সবার মাঝে পৌঁছে। সোমবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিকে বিকল্পধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান বলেছেন, গণতন্ত্রকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে। বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সাবেক মন্ত্রী জিএম কাদের বলেন, জাতীয় পার্টি ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, সামনের দিকে দেশে বেকারত্ব থাকবে না। মানুষ শান্তিতে বাস করবে, রাষ্ট্র থেকে যে সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে যা তাদের পাওয়ার কথা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিলেন, তাদের সম্পর্কে জাতির সুস্পষ্টভাবে ধারণা থাকা দরকার। তাই সত্যিকার রাজাকারদের তালিকা দেশবাসীর জন্য মঙ্গলজনক। অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যদি তা আমরা সবাই মিলে করতে পারি তাহলে দেশের চেহারা আরও বদলে যাবে। তিনি বলেন, গণতন্ত্রকে শতভাগ অর্জন করা সম্ভব হয় না। তবে যতটা বেশি সম্ভব, ততটাই গণতন্ত্র আমরা অর্জন করতে কাজ করব এবং সে পথে আমরা এগিয়ে যাচ্ছি। সাংবাদিকদের আরেক প্রশ্নে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক নয়। তিনি বলেন, আমরা একই সঙ্গে ধার্মিক এবং ধর্মের বিষয়ে সাম্প্রদায়িক নই। সেই রাজনীতিই এখন বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস.এম. ফয়সল চিশতী, নাজমা আক্তার এমপি, রওশন আরা মান্নান এমপি, নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, আহসান আদেলুর রহমান এমপি, মোস্তফা আল মাহমুদ, শেখ আলমগীর হোসেন, সুলতান আহমেদ সেলিম, মোঃ আমির হোসেন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, মঞ্জুরুল হক, এম.এ. রাজ্জাক খান, ইসরাফ্রিল খোকন, আবুল কালাম আজাদ প্রমুখ। গণতন্ত্র আরও বহুদূর এগিয়ে নিতে হবে দেশের গণতন্ত্র আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান। বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, স্বাধীনতার ৪৮ বছরে আমাদের অনেক প্রাপ্তি এবং অর্জন রয়েছে। তারপরও আমাদের গণতন্ত্রকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন আমরা তাদের ঘৃণা করি। স্বাধীনতাবিরোধী কোন কর্মকা- বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। তিনি বলেন, গণতন্ত্র আরও শক্তিশালী করতে হবে। কোন কিছুর শতভাগ অর্জন সম্ভব না। গণতান্ত্রিক পথেই আমরা এগোচ্ছি। আমরা গণতান্ত্রিক পথে আরও বহুদূর এগিয়ে যাব। স্বাধীনতার ৪৮ বছরে গণতন্ত্র কতটুকু অর্জন হয়েছে তার বিচারের দায়িত্ব জনগণের ওপরেই ছেড়ে দিলাম।
×