ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ থেকে চট্টগ্রাম পর্ব শুরু

প্রকাশিত: ১১:০৪, ১৭ ডিসেম্বর ২০১৯

আজ থেকে চট্টগ্রাম পর্ব শুরু

মোঃ মামুন রশীদ ॥ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয়পর্ব বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে আজ। প্রথমদিনই মাঠে নামবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাদের প্রতিপক্ষ টানা ৩ পরাজয় দেখা সিলেট থান্ডার। এর আগে দিনের প্রথম ম্যাচে একই ভেন্যুতে বেলা ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে এখন পর্যন্ত দুই অপরাজিত দল রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স। ঢাকায় গত ১১ ডিসেম্বর বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল টি২০ মাঠে গড়ায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়া প্রথম ধাপের ৮ ম্যাচ শেষে শীর্ষস্থান নিয়ে শেষ করে রাজশাহী। তারা ২ ম্যাচেই জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ৪ পয়েন্ট করে আছে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। কিন্তু ৩ ম্যাচ করে খেলেছে তারা এবং নেট রানরেটেও পিছিয়ে থাকায় রাজশাহীর পেছনে অবস্থান এ দুই দলের। ঢাকা পর্বে সবচেয়ে বাজে কেটেছে রংপুর রেঞ্জার্স ও সিলেটের। কোন জয়ই পায়নি দু’দল। এর মধ্যে সিলেট ৩ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে। আর রংপুর ২ ম্যাচেই পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে। চট্টগ্রাম পর্বে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। ঢাকার প্রথমপর্বে মাত্র একটি ম্যাচ খেলেছে খুলনা এবং মুশফিকুর রহিমের নেতৃত্বে চট্টগ্রামের বিপক্ষে ৮ উইকেটের অনায়াস জয় তুলে নিয়েছে। সেই একটিমাত্র পরাজয় ব্যতীত এবার নিজেদের মাঠে খেলতে নামার আগে বেশ উজ্জীবিতই আছে চট্টগ্রাম। কারণ বাকি ২ ম্যাচে তারা সিলেট ও রংপুরের বিপক্ষে বড় রান তাড়া করে জিতেছে। এবার কোণঠাসা সিলেটের মুখোমুখি হবে তারা। সন্ধ্যায় স্বাগতিক দলকে সমর্থন দেয়ার সুযোগ পাবে চট্টগ্রামবাসী। সেই দলে তারা দেখতে পাবেন মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, চ্যাডউইক ওয়ালটন, লেন্ডল সিমন্স, কেসরিক উইলিয়ামস, নাসির হোসেন ও রুবেল হোসেনের মতো তারকাদের। তবে প্রতিপক্ষ সিলেটেই আছে চট্টগ্রামের সন্তান অফস্পিনার নাঈম হাসান। স্বাগতিক দলের বিপক্ষে এ ম্যাচে প্রতিশোধ নিতে নামবে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট। চলতি আসরের উদ্বোধনী ম্যাচেই চট্টগ্রামের কাছে তারা ৫ উইকেটে হেরে গিয়েছিল। এবার মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, চট্টগ্রামের সন্তান নাঈম, এবাদত হোসেন চৌধুরী, জনসন চার্লস, জীবন মেন্ডিসদের নিয়ে একসঙ্গে জ্বলে ওঠার আশায় মোসাদ্দেক। ব্যক্তিগত পারফর্মেন্সের ধারাবাহিকতা না থাকা এবং দলগতভাবে জ্বলে উঠতে না পারায় হেরেছে দলটি। চট্টগ্রামে পর্বে জয়ের ধারায় না ফিরলে আগেভাগেই প্লে-অফে ওঠার লড়াই থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়বে সিলেট। তাই এ ম্যাচেই জিততে মরিয়া হয়ে নামবে তারা। অপর ম্যাচে দুই অপরাজিত দলের লড়াই। প্রথম হার দেখবে একটি দল। মুশফিকের খুলনা চট্টগ্রাম পর্বের আগে মাত্র ১ ম্যাচ খেলেই জিতেছে এবং বাকি ম্যাচগুলো দেখে প্রতিপক্ষকে বোঝার সুযোগ পেয়েছে। পর্যাপ্ত অনুশীলনও করতে পেরেছে। এই সুযোগ কাজে লাগিয়ে এবার অপ্রতিরোধ্য রাজশাহীকে থামানোর মিশন নিয়েই নামবে তারা। তবে আন্দ্রে রাসেলের নেতৃত্বে দুর্দান্ত খেলেছে রাজশাহী। দারুণ আত্মবিশ্বাসী তারা। ওপেনার লিটন দাস, হযরতুল্লাহ জাজাই, আফিফ হোসেন ধ্রুব, অলক কাপালী, রবি বোপারা ও শোয়েব মালিকদের মতো তারকাদের নিয়ে দারুণ সুসংহত তারা। খুলনাও তারকাসমৃদ্ধ। মুশফিক ছাড়াও আছেন দুই দক্ষিণ আফ্রিকান রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক এবং পাকিস্তানী স্পিডস্টার মোহাম্মদ আমির। দেশী তারকাদের মধ্যে মুশফিক ছাড়াও শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব ও সাইফ হাসানদের নিয়ে বেশ শক্তিশালী দল তারা। এ ম্যাচে শক্তি প্রমাণের লড়াই মাঠে বসে দেখতে পাবেন বন্দরনগরীর ক্রিকেটপ্রেমীরা।
×