ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনার তরী ও অচিন পাখি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:০৩, ১৭ ডিসেম্বর ২০১৯

সোনার তরী ও অচিন পাখি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি একই দিনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ ডিসেম্বর শনিবার উড়োজাহাজ দুটি উদ্বোধন করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি কমপ্লেক্স গ্রাউন্ডে। এরপরই ড্রিমলাইনার দুটোর বাণিজ্যিক ফ্লাইট শুরু হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেন, ২৮ ডিসেম্বর বিমানের উড়োজাহাজ দুটি উদ্বোধনে প্রধানমন্ত্রী সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। একই দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ জন্য সুসজ্জিত করা হচ্ছে বিমানবন্দরের আশপাশের এলাকা। বিজয়ের মাসের এই অনুষ্ঠান বর্ণাঢ্য করার জন্য সর্বাত্মক পদক্ষেপ নেয়া হয়েছে। এ বিষয়ে সচিব মহিবুল হক জানিয়েছেন, বহুল কাক্সিক্ষত এ দুটি ড্রিমলাইনার দেশে আসছে আগামী শনি ও সোমবার। এরই মধ্যে সংশ্লিষ্ট জনবল পাঠানো হয়েছে শিয়াটল। অন্যবারের তুলনায় এবার দুটি উড়োজাহাজ আনার ক্ষেত্রে জনবল কমই পাঠানো হয়েছে। বিমান জানিয়েছে, বিমান থেকে এরই মধ্যে একটি অগ্রবর্তী দল শিয়াটল পৌঁছে গেছে। আগামীকাল যাবে অপর একটি প্রতিনিধি দল। সোনার তরী ও অচিন পাখি শিয়াটলের আকাশে পরীক্ষামূলক উড্ডয়ন করেছে। টানা ১৭ ঘণ্টা উড্ডয়ন করে এটি শিয়াটল থেকে ঢাকায় আসতে সক্ষম হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। ড্রিমলাইনারের সর্বশেষ সিরিজের এই উড়োজাহাজে রয়েছে অত্যাধুনিক যান্ত্রিক সুবিধা। আগামী ৫ জানুয়ারি থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নতুন করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। সোনার তরী দিয়েই উদ্বোধন হবে এ রুট। অপরটি লন্ডন রুটে নিয়মিত চলাচল করবে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে চতুর্থ ড্রিমলাইনার উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, বিমানের জন্য আরও নতুন দুটি ড্রিমলাইনার কেনা হবে। মূলত প্রধানমন্ত্রীর আগ্রহেই এ দুটি উড়োজাহাজ কিনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমান বাজার দরে একটির দামে এই দুটো উড়োজাহাজ কেনা হয়। ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। এর মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৪টি ড্রিমলাইনার ৭৮৭-৮। এ ১০টি বোয়িংয়ের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে চারটি ড্রিমলাইনারের নাম হচ্ছে আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস । বোয়িং ৭৭৭-৩০০ ইআর-এর নামকরণ করা হয়েছে- পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ ও রাঙা প্রভাত। মেঘদূত ও ময়ূরপঙ্খী নাম রাখা হয়েছে দুটি বোয়িং ৭৩৭-৮০০ এর। এগুলো নিয়ে এখন বিমানবহর অতীতের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী। বর্তমানে বিমান বহরে রয়েছে ১৬ উড়োজাহাজ। এর মধ্যে নিজস্ব উড়োজাহাজের সংখ্যা ১০। বাকি ৬টি লিজে আনা। নিজস্ব ১০টি উড়োজাহাজের সবই বোয়িং কোম্পানি থেকে কেনা। এর মধ্যে ৪টি ড্রিমলাইনার ৭৮৭-৮, ৪টি ৭৭৭-৩০০ ইআর ও ২টি ৭৩৭-৮০০। নতুন দুটি ৭৮৭-৯ উড়োজাহাজ নিয়ে বিমানের উড়োজাহাজ হবে ১৮টি। আগামী বছর কানাডা থেকে কেনা ৩টি ড্যাশ-৮ দেশে আসছে।
×