ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফ্রি চিকিৎসা

প্রকাশিত: ০৯:৪১, ১৭ ডিসেম্বর ২০১৯

ফ্রি চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৬ ডিসেম্বর ॥ বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিরালা ডায়াগনস্টিক এ্যান্ড ডক্টরস কনসালট্যান্ট সেন্টারের উদ্যোগে ৪ শতাধিক রোগী ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ফ্রি চিকিৎসা দেয়া হয়। মনিরামপুর বাজারের নিরালা ডায়াগনস্টিক সেন্টারের পাশের মাঠে অনুষ্ঠিত এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে রোগী দেখেন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের অর্থোসার্জারি ডাক্তার মাহমুদুল হাসান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার মোঃ শাসুজ্জামান কনক, ডাক্তার মোঃ আশরাফুল ইসলাম শোভন, ডাঃ মোঃ হাফিজুর রহমান খান, শিশু বিষয়ক ডাক্তার মোঃ মমিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলার বায়স্কোপ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বাংলার বায়স্কোপ উপস্থাপন হয়েছে। এতে গ্রাম বাংলার লোকজ নৃত্য, লাঠিখেলা, পাহাড়ী নৃত্য, পুতুল নাচ ও নৌকাবাইচসহ অনেক নিজস্ব সংস্কৃতি নিয়ে এই বায়স্কোপ করা হয়। সোমবার সকালে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে এই বায়স্কোপ উপস্থাপন করে প্রথম স্থান অধিকার করে মুন্সীগঞ্জ ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইনস্টিটিউট। পরে বিকেলে শহরের উত্তর ইসলামপুরে ইনস্টিটিউটের মাঠে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথির ভাষণ দেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক বিশিষ্ট শিল্পপতি আব্দুল আহাদ।
×