ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রলির নিচে প্রাণ গেল প্রেমিক যুগলের

প্রকাশিত: ০৯:৪০, ১৭ ডিসেম্বর ২০১৯

ট্রলির নিচে প্রাণ গেল প্রেমিক যুগলের

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জে ট্রলির নিচে চাপা পড়ে মোটরসাইকেলে থাকা এক ‘প্রেমিক যুগল’ নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের ভরন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের শাহপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে রাসেল আহমদ (২৭) এবং জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের হারিছ উদ্দিনের মেয়ে শাবনুর বেগম (১৯)। রাসেল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি। শাবনুর সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ৩য় বর্ষের ছাত্রী। রাসেল উপজেলার আটগ্রাম গুচ্ছগ্রামে পরিবারের সঙ্গে বসবাস করছে। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, রবিবার রাত সাড়ে ১০টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলীর মোড় এলাকায় ট্রাকের চাপায় খোরশেদ আলম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত খোরশেদ আলম নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের কিসমত-কসবা গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করলেও ঘাতক ট্রাক পালিয়ে যায়। আমতলী নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, সমুদ্র সৈকত কুয়াকাটা দেখা হলো না ঢাকা মিরপুর-১ পাইকপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে কলেজছাত্র তানভীরের। সমুদ্র সৈকত কুয়াকাটা পৌঁছার পূর্বেই আমতলী-কুয়াকাটা মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাট নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন। এ ঘটনায় তার বন্ধু পারভেজ ও টমটম চালক নিজাম মুসুল্লি আহত হয়েছেন। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে। জানা গেছে, ঢাকা মিরপুর-১ এলাকার আনোয়ার হোসেনের ছেলে ঢাকা নিউ মডেল কলেজের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র তানভীর ও তার বন্ধু পারভেজ বিজয় দিবসের ছুটিতে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। ওই মোটরসাইকেলটি তানভীর নিজেই চালাচ্ছিল। কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার উত্তরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাট নামক স্থানে সোমবার বেলা সাড়ে ১১টায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো একটি টমটমের ওপর উঠিয়ে দেয়। এতে মোটরসাইকেল চালক তানভীর, বন্ধু পারভেজ ও টমটম চালক নিজাম মুসুল্লি গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। শেবাচিম হাসপাতালে নেয়ার পথে লেবুখালী নামক স্থানে ওইদিন দুপুর দেড়টায় তানভীরের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার বন্ধু আহত পারভেজ।
×