ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে কলাপাড়ায় ৭৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

প্রকাশিত: ০৯:৪০, ১৭ ডিসেম্বর ২০১৯

বিজয় দিবসে কলাপাড়ায় ৭৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ১৬ ডিসেম্বর ॥ কলাপাড়ায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ৭৪ মুক্তিযোদ্ধাকে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) প্রদান করা হয়েছে। মোজাহার উদ্দিন বিশ^াস কলেজ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্মার্টকার্ড বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান, উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, ইউএনও মোঃ মুনিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কলাপাড়া ইউনিটের সাবেক কমান্ডার বদিউর রহমান বন্টিন, নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ। এর আগে মহান বিজয় দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। মোজাহার উদ্দিন বিশ^াস কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সোমবার ৪৮তম বিজয় দিবসে জীবনের প্রথম সংবর্ধনা পেলেন নওগাঁর রাণীনগরের ১০ বীরাঙ্গনা। সেইসঙ্গে পেলেন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, বিজয় উৎসব ভাতা, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ক্রেস্ট ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে একটি করে ছাগল। একইসঙ্গে পেয়েছেন উপজেলাবাসীর শ্রদ্ধা ও ভালবাসা। এদিন রাণীনগর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীরাঙ্গনা মায়ারানী সূত্রধর, রাশমনি সূত্রধর, সন্ধ্যা রানী পাল, কালীদাসী পাল, সন্ধ্যা রানী ও গীতা রানী পালের হাতে সম্মাননা, ক্রেস্ট ও জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হয়। এছাড়াও প্রয়াত বানী রানী পাল, ক্ষান্ত রানী পাল, রেনু বালা ও সুষমা সূত্রধরের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেয়া হয়েছে। এ সময় সম্মাননা প্রাপ্ত বীরাঙ্গনাদের চোখে আনন্দাশ্রু দেখা যায়। অশ্রুসজল বীরাঙ্গনা মায়া রানী সূত্রধর বলেন, জীবনের শেষ প্রান্তে এসে পাওয়া এই সংবর্ধনা এতদিনের কোন কিছু না পাওয়ার আক্ষেপ মুছে দিয়েছে। আমরা আনন্দিত ও গৌরবান্বিত।
×