ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত থেকে সাইকেল চালিয়ে জাতীয় স্মৃতিসৌধে

প্রকাশিত: ০৯:৪০, ১৭ ডিসেম্বর ২০১৯

ভারত থেকে সাইকেল চালিয়ে জাতীয় স্মৃতিসৌধে

সংবাদদাতা, সাভার, ১৬ ডিসেম্বর ॥ ভারতের শ্যাম বাজার এলাকার মহারানী কাশীশ্বরী কলেজের ১০ শিক্ষক-শিক্ষার্থী মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও বিজয় দিবস এবং সবুজায়নের জন্য সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছে। সোমবার সকালে ওই ভারতীয় দশ সদস্য বিশিষ্ট দলটি সাইকেল র‌্যালি করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ওই দলের দলনেতা কাশীশ্বরী কলেজের ক্রিয়া শিক্ষক সুবি মহল দেব জানান, ১১ ডিসেম্বর ভারতের শ্যাম বাজার এলাকা থেকে বাংলাদেশের উদ্দেশে সাইকেলে করে রওনা হন তারা। এরপর বৃহস্পতিবার বেনাপোল আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তিনি আরও জানান, বিজয় দিবস উপলক্ষে ও বৃক্ষরোপণের জন্য তারা বাংলাদেশে এসেছেন। তাদের প্রতিনিধি দলে কাশীশ্বরী কলেজের শিক্ষক দেবব্রত ভৌমিক, শ্যাম প্রসাদ রাম, অফিস সহকারী শোমেনসহ ৬ শিক্ষার্র্থী ও এক শিক্ষিকা ওই সাইকেল র‌্যালিতে বাংলাদেশে এসেছেন।
×