ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পল্লী বিদ্যুতের প্রিপেইড বিলও পরিশোধ করা যাবে বিকাশে

প্রকাশিত: ০৯:৩২, ১৭ ডিসেম্বর ২০১৯

পল্লী বিদ্যুতের প্রিপেইড বিলও পরিশোধ করা যাবে বিকাশে

এখন পোস্টপেইড গ্রাহকদের পাশাপাশি পল্লী বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরাও বিকাশে যে কোন সময় যেকোন স্থান থেকে ঝামেলা ছাড়াই প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন। এর ফলে সারাদেশে পল্লী বিদ্যুতের পোস্টপেইড এবং প্রিপেইড সেবা ব্যবহারকারী পৌনে তিন কোটি গ্রাহকের বিদ্যুত বিল পরিশোধ আরও সহজ হলো। নতুন এই সেবা চালু হওয়া উপলক্ষে আগামী ছয় মাস পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে গ্রাহককে বাড়তি কোন চার্জ দিতে হবে না। প্রিপেইড মিটারের ব্যালেন্স শেষ হওয়া মাত্রই বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই প্রয়োজন হয় তাৎক্ষণিক রিচার্জের। এক্ষেত্রে বিকাশে তাৎক্ষণিক যে কোন স্থান থেকে বিল পরিশোধের সুযোগ প্রিপেইড গ্রাহকদের আরও নিরবচ্ছিন্ন বিদ্যুত সেবা উপভোগে সহায়তা করবে। এ লক্ষ্যেই সারাদেশে পল্লী বিদ্যুতের ৯ লাখের বেশি প্রিপেইড মিটারের গ্রাহকের বিল পরিশোধ ঝামেলামুক্ত, সহজ, সাশ্রয়ী এবং নিরাপদ করতে সম্প্রতি দেশের বৃহত্তম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব মোঃ আসাফউদ্দৌলা এবং বিকাশের চীফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি
×