ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডেইরি ফার্ম স্থাপন করবে অগ্নি সিস্টেম

প্রকাশিত: ০৯:৩০, ১৭ ডিসেম্বর ২০১৯

ডেইরি ফার্ম স্থাপন করবে অগ্নি সিস্টেম

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড ডেইরি ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানিটি একটি ডেইরি ফার্ম স্থাপন করেছে। অগ্নি সিস্টেমস মূলত ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। দুগ্ধ খামারের সম্ভাবনা দেখে ডেইরি ফার্ম স্থাপন করেছে। কোম্পানিটি ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে গাজীপুরে ডেইরি ফার্ম স্থাপনের জন্য ৪৫ বিঘা জমি কিনেছে। জানা গেছে, কোম্পানিটি নতুন খামারে কিছু গরু ও কেনা আছে। আগামী বছরের জুন থেকে জুলাই মাসের মধ্যে কোম্পানিটি উৎপাদন শুরু করবে। কোম্পানিটি জানায়, ডেইরি ব্যবসার জন্য কোম্পানির প্রয়োজনীয় জ্ঞান নেই। তাই কোম্পানিটি ডেইরি ব্যবসা পরিচালনার জন্য মার্কিন পরামর্শ দাতা নিয়োগ দেবে। প্রাথমিকভাবে অগ্নি সিস্টেমস প্রকল্পটি ছোট পরিসরে কয়েক মাসের জন্য পরীক্ষামূলকভাবে শুরু করবে। -অর্থনৈতিক রিপোর্টার আলহাজ টেক্সটাইলের পরিচালকের ৫০ লাখ টাকা জরিমানা শেয়ারবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইলের এক পরিচালককে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সিকিউরিটিজ সংক্রান্ত আইন অমান্য করায় কোম্পানিটির পরিচালক মোঃ শামসুল হককে এই পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×