ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেনিনসুলার শেয়ার কিনবে উদ্যোক্তা

প্রকাশিত: ০৯:২৯, ১৭ ডিসেম্বর ২০১৯

পেনিনসুলার শেয়ার কিনবে উদ্যোক্তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের অন্যতম উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কোম্পানিটির চার লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এ লেনদেন সম্পন্ন হবে। ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০। এর মধ্যে ৪৫ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৮৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ২১ ও সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে বাকি ৪৫ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৫১ কোটি ৬০ লাখ টাকা। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পেনিনসুলা চিটাগং। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। ৩০ জুন শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা।
×