ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিকোলার প্রত্যয়

প্রকাশিত: ০৯:২৬, ১৭ ডিসেম্বর ২০১৯

নিকোলার প্রত্যয়

স্কটল্যান্ড ব্রিটেনের হাতে ‘বন্দী হবে না’ বলে মন্তব্য করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন। রবিবার বিবিসির দ্য এ্যান্ড্রু মার শো’তে তিনি বলেন, ব্রিটেনের সরকার যদি মনে করে যে স্বাধীনতা ইস্যুতে স্কটল্যান্ডে আর কোন গণভোট হবে না তবে তা ভুল হবে। তিনি বলেন, ইউনিয়নের মধ্যে স্কটল্যান্ডকে ধরে রাখতে হলে সেটি স্কটিশ জনগণের সম্মতিতেই করতে হবে। ১২ ডিসেম্বরের নির্বাচনে নিকোলার নেতৃত্বাধীন এসএনপি আশাতীত ভাল ফল করে। -বিবিসি ৭৩৭ ম্যাক্স তৈরি বন্ধই থাকছে বোয়িং কোম্পানি ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফট উৎপাদন বন্ধ করার কথা বিবেচনা করছে। গত সপ্তাহে মার্কিন ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন বোয়িংয়ের সার্ভিস আগামী বছর পর্যন্ত স্থগিত করার পর বৃহৎ মার্কিন প্লেন উৎপাদন কোম্পানিটি এ সিদ্ধান্ত নিল। ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় দুটি দুর্ঘটনায় ৩৪৬ আরোহীর মৃত্যুর পর এ বছর মার্চ মাস থেকেই ৭৩৭ ম্যাক্স উৎপাদন বন্ধ রয়েছে। এই ব্র্যান্ডের প্লেনগুলো এক সময় যথেষ্ট বিক্রি হয়েছে। - ওয়াল স্ট্রিট জার্নাল
×