ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সহিংসতার আগুন ছড়াচ্ছে কংগ্রেস ॥ অভিযোগ মোদির

প্রকাশিত: ০৯:২৬, ১৭ ডিসেম্বর ২০১৯

সহিংসতার আগুন ছড়াচ্ছে কংগ্রেস ॥ অভিযোগ মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কংগ্রেস এবং তার সমর্থকরা সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সারাদেশে সহিংসতা ছড়াচ্ছে। তাদের পোশাক দেখলে সহজেই চিহ্নিত করা যায়। রবিবার ঝাড়খ-ের দুমকায় একটি নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অসমে চলমান সহিংসতা থেকে সরে আসায় সেখানকার জনগণকে অভিনন্দন জানান তিনি। টাইমস অব ইন্ডিয়া। কংগ্রেসের সমালোচনা করে মোদি বলেন, রাম জন্মভূমি নিয়ে সুপ্রীমকোর্টের রায়ের পরে পাকিস্তান সরকার বিদেশে ভারতীয় দূতাবাসগুলোর বাইরে যে বিক্ষোভের আয়োজন করেছিল, কংগ্রেসও তাই করছে। যারা সহিংসতা ছড়িয়ে দিয়েছে তাদের কাছ থেকে দূরে থাকার জন্য আমি অসমে আমাদের ভাই ও বোনদের অভিনন্দন জানাই। তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের বক্তব্য রাখছে। কংগ্রেস এবং তার সমর্থকরা আগুন ছড়াচ্ছে। তাদের কথা না শুনলেই তারা অগ্নিসংযোগ শুরু করে। উত্তর-পূর্বের কিছু অংশে বিশেষত মেঘালয় এবং নাগাল্যান্ডে এখনও কারফিউ চালু রয়েছে। তবে পুলিশের দাবি গত শুক্রবার সন্ধ্যা থেকেই অসমের বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আজও ওই রাজ্য থেকে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে, অসমের বিক্ষোভে তিন ব্যক্তি প্রাণ হারান, যেখানে অনেকেই উদ্বিগ্ন যে এই নতুন আইনটি বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার জন্য ব্যবহার করা হতে পারে। সেই সহিংসতা পশ্চিমবঙ্গসহ দিল্লীতেও ছড়িয়েছে।
×