ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে ৬৫ শতাংশ মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:৩১, ১৬ ডিসেম্বর ২০১৯

দেশে ৬৫ শতাংশ মানুষের মৃত্যু  হয় অসংক্রামক রোগে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ অসংক্রামক রোগ প্রতিরোধে সকলকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। তিনি বলেন, দেশে জটিল অসংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একটা সময় দেশের অধিকাংশ মানুষ মারা যেত সংক্রামক রোগে। কিন্তু এখন সেটি নেই। তবে এখন দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে। আর এই ৬৫ শতাংশের মধ্যে ৩০ ভাগ মানুষের মৃত্যুর কারণ হৃদরোগ। এখন এটি প্রাপ্তবয়স্কদের সঙ্গে সঙ্গে যুবক ও কিশোরদের মধ্যেও দেখা যাচ্ছে। রবিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তন ‘ট্রান্স ফ্যাট নির্মূল করি, হৃদরোগের ঝুঁকি কমাই’ শীর্ষক আলোচনা ও এ্যাডভোকেসি ক্যাম্পেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত, এমপি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিচালক মোয়াজ্জেম হোসাইন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারোয়ার জাহান, ক্যাবের সভাপতি গোলাম রহমান প্রমুখ।
×