ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অর্থের বিনিময়ে প্লাস্টিক বোতল ফেরত নিন ॥ মেয়র আতিক

প্রকাশিত: ১২:২৭, ১৬ ডিসেম্বর ২০১৯

অর্থের বিনিময়ে প্লাস্টিক বোতল ফেরত নিন ॥ মেয়র আতিক

স্টাফ রিপোর্টার ॥ নির্দিষ্ট অর্থের বিনিময়ে প্লাস্টিক বোতল ফেরত নেয়ার পদ্ধতি চালু করতে ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। একইসঙ্গে প্লাস্টিকের বোতল ও সামগ্রীর রিসাইকেল নিশ্চিত করতে এবং প্লাটিক পণ্য ব্যবহার বন্ধে অধিক সচেতনতা গড়ে তুলতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর ওয়ারলেস রোডের বনানী বিটিসিএলের টিএ্যান্ডটি মাঠে বিডি ক্লিনের আয়োজনে ও ডিএনসিসির পৃষ্ঠপোষকতায় কুড়িয়ে পাওয়া ৩০ লাখ প্লাস্টিক বোতলের ব্যতিক্রমী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ আহ্বান জানান। ব্যবসায়ীদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ব্যবসা করবেন, অথচ সমাজকে কিছু দিবেন না এটা হতে পারে না। মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদদের সম্মান জানাতে ও জনমনে পরিচ্ছন্নতার উদাহরণ প্রতিষ্ঠা, প্লাস্টিক সামগ্রী ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করা এবং প্লাস্টিক বোতলসহ সামগ্রী ব্যবহারে সচেতনতা গড়ে তুলতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়। রবিবার থেকে শুরু হয়ে এ প্রদর্শনী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
×