ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিকদের দাবি পূরণে ত্রিপক্ষীয় কমিটি হচ্ছে

প্রকাশিত: ১২:২৬, ১৬ ডিসেম্বর ২০১৯

পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিকদের দাবি পূরণে ত্রিপক্ষীয় কমিটি হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিকদের দাবি পূরণে ত্রিপক্ষীয় কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিকদের দুটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ওই কমিটিকে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে কোন ধর্মঘটে না যাওয়ার বিষয়ে দুটি সংগঠনের তরফ থেকেই প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কমিটিতে মন্ত্রণালয়, বিপিসি এবং মালিক পক্ষের প্রতিনিধি থাকবেন। গত ১ ডিসেম্বর রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগে ধর্মঘটের ডাক দেয় ট্যাঙ্ক লরি মালিকদের সংগঠনের একাংশ। গত ২ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসির দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। ওইদিন ১৫ ডিসেম্বর এ বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক আহ্বানের কথা জানানো হয়।
×