ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাইফউদ্দিনের দৃষ্টি টি২০ বিশ্বকাপে

প্রকাশিত: ১০:২৪, ১৬ ডিসেম্বর ২০১৯

 সাইফউদ্দিনের দৃষ্টি টি২০ বিশ্বকাপে

স্পোর্টস রিপোর্টার ॥ গত সেপ্টেম্বরে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ঘরের মাটিতে ত্রিদেশীয় টি২০ সিরিজে। কিন্তু অব্যাহত পিঠের ব্যথায় আপাতত ক্রিকেট থেকেই দূরে আছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরেও খেলছেন না তিনি। পিঠের ইনজুরি কাটিয়ে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। সাইফউদ্দিনের ইনজুরি প্রায় সেরে ওঠার পথে। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে তার মাঠে ফেরার কথা। বঙ্গবন্ধু বিপিএলে দর্শক হয়ে সব ম্যাচ উপভোগ করছেন এবং বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেখানে নিজেকে কল্পনা করছেন। এভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছেন। ফেরার পর থেকেই আগামী বছরের শেষভাগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করার দিকে মনোযোগী হবেন ২৩ বছর বয়সী সাইফউদ্দিন। ২০১৭ সালের এপ্রিলে টি২০ ও অক্টোবরে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে যাত্রা শুরু হয়েছে সাইফউদ্দিনের। ২০ ওয়ানডে খেলে ২৪ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকারিতা দেখিয়েছেন। ২৯.১১ গড়ে দুই ফিফটিসহ ২৬২ রান এসেছে তার ব্যাট থেকে। আর ১৩ টি২০ ম্যাচে ১২ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৮.০০ গড়ে ১০৮ রান। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাই দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি টি২০ ও ওয়ানডেতে। গত বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকেই তার দুর্দান্ত শুরু। এর আগ পর্যন্ত ১০ ওয়ানডে খেলে মাত্র ৭ উইকেট নিতে পেরেছিলেন। কিন্তু আয়ারল্যান্ডে ৩ ম্যাচ খেলে ৪ উইকেট পেয়েছিলেন, তবে পিঠের ইনজুরির কারণে আরেক ম্যাচ খেলা হয়নি। তা ভুগিয়েছে বিশ্বকাপেও। ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে অধিকাংশ ম্যাচ খেলতে হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতেই পারেননি। বাকি ৭ ম্যাচে তিনি ১৩ উইকেট শিকার করেন। কিন্তু এরপর ইনজুরির সঙ্গে লড়াই শুরু হয় তার। শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি। ফেরেন সেপ্টেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি২০ সিরিজে। এই সিরিজে ৪ ম্যাচে ৭ উইকেট শিকার করেন পুরোপুরি ফিটনেস ফিরে না পেয়েও। তবে এরপর আর তাকে নিয়ে ঝুঁকি নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসে ভারত সফরে যাননি এবং এবার বঙ্গবন্ধু বিপিএলও খেলছেন না সাইফউদ্দিন। দীর্ঘদিন মাঠের বাইরে থেকেও ক্রিকেট নিয়ে ভাবনা চালিয়ে যাচ্ছেন সাইফউদ্দিন। বিশেষ করে ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার আগামী বছরের টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজেকে ফিট করার মিশনে নেমেছেন। তিনি বলেন, ‘খুব বেশি যে খারাপ লাগছে তা নয়। আমি পেস বোলার। অনেক সময় ইনজুরিতে থাকব। অনেক বড় কিছু (বিশ্বকাপ) মিস করতে পারি। আরও বড় কিছুর আশায় আছি, এটা চিন্তা করি। যতটা সম্ভব নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। শেষ এক বছর আমি পিঠের ইনজুরিতে ভুগছি।
×