ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তদন্তে প্রমাণিত হলে তালিকাভুক্ত রাজাকারদের বিচার হবে ॥ আনিসুল হক

প্রকাশিত: ১০:১৬, ১৬ ডিসেম্বর ২০১৯

   তদন্তে প্রমাণিত হলে তালিকাভুক্ত রাজাকারদের বিচার হবে ॥ আনিসুল হক

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তদন্তে প্রমাণিত হলে তালিকাভুক্ত রাজাকারদের নিশ্চয়ই বিচার হবে। আমি এখনও এই তালিকা হাতে পাইনি। সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে তদন্ত সংস্থা তারা তদন্ত কওে দেখবে যে কার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত, কাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচারের মুখোমুখি করা উচিত। তারা যদি তদন্ত করে অপরাধ সংঘটনের প্রমাণাদি পায়, নিশ্চয়ই তালিকাভুক্ত রাজাকারদের বিচার হবে। রবিবার বিকেলে সচিবালয়ে নিজ দফতরে নেপালের উপ-প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী উপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আনিসুল হক। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডাঃ বংশীধর মিশ্র এবং বাংলাদেশের আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
×