ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাংকের আত্মসাত টাকা যে কোন মূল্যে উদ্ধার করতে হবে ॥ হাইকোর্ট

প্রকাশিত: ১০:০২, ১৬ ডিসেম্বর ২০১৯

 ব্যাংকের আত্মসাত টাকা যে কোন মূল্যে উদ্ধার করতে  হবে ॥ হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় জামিন আবেদনের শুনানিতে হাইকোর্ট বলেছে, যে কোন মূল্যে ব্যাংকের আত্মসাত হওয়া টাকা উদ্ধার করতে হবে। দুর্নীতি খুনের চেয়েও মারাত্মক অপরাধ। দুর্নীতি মামলার আসামিরা মাটির নিচে থাকলেও তাদের খুঁজে বের করতে হবে। কারণ ব্যাংকের অর্থ জনগণের সম্পদ। ভুয়া বিলের মাধ্যমে ঢাকা ব্যাংকের ধানম-ি শাখা থেকে প্রায় ২২ কোটি টাকা আত্মসাতের মামলায় ওই শাখার ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের জামিন শুনানিতে এসব কথা বলে হাইকোর্ট। এদিকে ৫৯ কোটি টাকা আত্মসাতের দুই মামলায় ১৫ কোটি করে ৩০ কোটি টাকা জমা দেয়ার শর্তে ১৫ এপ্রিল পর্যন্ত ন্যাশনাল আয়রন এ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদকে জামিন দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে সুপ্রীমকোর্ট এলাকায় মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় করা দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ ২৩ নেতা হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন। তাদের আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে আদালত। এ সময়ের পর বিএনপি নেতাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে আদালত। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় জামিন আবেদনের শুনানিতে হাইকোর্ট বলেছে, ‘যে কোন মূল্যে ব্যাংকের আত্মসাত হওয়া টাকা উদ্ধার করতে হবে। দুর্নীতি খুনের চেয়েও মারাত্মক অপরাধ। ভুয়া বিলের মাধ্যমে ঢাকা ব্যাংকের ধানমন্ডি শাখা থেকে প্রায় ২২ কোটি টাকা আত্মসাতের মামলায় ওই শাখার ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের জামিন শুনানিতে এসব কথা বলে হাইকোর্ট। এছাড়া আমিনুল ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেয় আদালত। রবিবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টেও দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। ৩০ কোটিতে মিলল হাইকোর্টের জামিন ৫৯ কোটি টাকা আত্মসাতের দুই মামলায় ১৫ কোটি করে ৩০ কোটি টাকা জমা দেয়ার শর্তে ১৫ এপ্রিল পর্যন্ত ন্যাশনাল আয়রন এ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদকে জামিন দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী এ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। মির্জা ফখরুলসহ ২৩ নেতার আগাম জামিন সুপ্রীমকোর্ট এলাকায় মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় করা দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ ২৩ নেতা হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন। তাদের আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে আদালত। এ সময়ের পর বিএনপি নেতাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে আদালত। রবিবার আগাম জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজউদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাদের সহায়তা করেন সগীর হোসেন লিয়ন ও আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। আরও যারা জামিন পেয়েছেন- মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, খন্দকার আবু আশফাক, নিপুণ রায় চৌধুরী, শাহ আবু জাফর, কাজী আবুল বাশার, ইসতিয়াক আজিজ উলফাত। এর আগে সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও দলের যুগ্ম-মহাসচিব ও সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে আট সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট।
×