ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গার্ল গাইডসের রোকেয়া দিবস পালন

প্রকাশিত: ০৯:২৫, ১৬ ডিসেম্বর ২০১৯

 গার্ল গাইডসের রোকেয়া দিবস পালন

বেগম রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার বেইলি রোডের গাইড হাউসে নবনির্মিত ১০তলা ভবনের সভাকক্ষে বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রাক্তন তিন জাতীয় কমিশনারকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেয়া প্রশংসা সনদপত্র হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে জেবা রশীদ চৌধুরী ও রেহানা বানু তাদের সময়ের গাইডিং কার্যক্রমের কর্মযজ্ঞ নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। বেগম রোকেয়া, সুফিয়া কামাল, বেগম পত্রিকার সম্পাদক জাহানারা বেগম, জাহানারা ইমাম ও এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারসহ আলোকিত নারীদের নিয়ে আলেখ্যানুষ্ঠান পরিচালনা করেন মাহমুদা আপন। বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম)। ‘বেগম রোকেয়ার প্রদর্শিত পথই নারী উন্নয়নের একমাত্র পথ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন); জাহান আরা বেগম, কোষাধ্যক্ষ; বেলারানী সরকার, অর্থ কমিশনার। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেয়া প্রশংসা সার্টিফিকেট জেবা রশীদ চৌধুরী ও রেহানা বানুর হাতে তুলে দেয়া হয়। -বিজ্ঞপ্তি
×