ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রয়োজনে নাগরিকত্ব আইন সংশোধনের ইঙ্গিত অমিত শাহের

প্রকাশিত: ০৮:১১, ১৬ ডিসেম্বর ২০১৯

 প্রয়োজনে নাগরিকত্ব  আইন সংশোধনের  ইঙ্গিত অমিত শাহের

প্রয়োজন হলে নাগরিকত্ব সংশোধন আইনে কিছু পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলটি আইনে পরিণত হওয়ার পর প্রথম প্রকাশ্য র‌্যালিতে এ নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উদ্বেগের বিষয় মাথায় রেখে এই আইনের ধারাগুলোতে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে। ঝাড়খন্ড রাজ্যের গিরিদিহ’তে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। টাইমস অব ইন্ডিয়া। ওই র‌্যালিতে অমিত শাহ বলেছেন, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও তার মন্ত্রীদের সঙ্গে আমার সাক্ষাত হয়েছে শুক্রবার। তারা যে সমস্যা মোকাবেলা করছেন, সে সম্পর্কে আমাকে অবহিত করেছেন। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, এতে কোন ইস্যু নেই। যখন তারা আইনে কিছু পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করলেন, তখন আমি তাদের বড়দিনের পরে সাক্ষাত করতে বলেছি। তাদের নিশ্চিত করেছি যে, এ বিষয়ে আমরা গঠনমূলক আলোচনা করব এবং মেঘালয়ের সমস্যার সমাধানে আসব। দিনের শেষের দিকে তিনি ধনবাদে আরেকটি র‌্যালিতে বক্তব্য রাখেন। সেখানে অমিত শাহ বলেন, যখন আমরা নাগরিকত্ব সংশোধন বিল উত্থাপন করি, তখন দেখে মনে হয়েছিল কংগ্রেসের ‘স্টমাকে’ ব্যথা শুরু হয়েছিল। অনেক বছর ধরে অন্য দেশগুলোতে ধর্মীয় নির্যাতনের শিকার মানুষগুলো (ভারতে) শরণার্থীর মতো বসবাস করছিলেন।
×