ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওরিয়ন ইনফিউশনের নতুন ওষুধ বিক্রয় বৃদ্ধিতে অবদান রাখবে

প্রকাশিত: ০৮:০৬, ১৬ ডিসেম্বর ২০১৯

 ওরিয়ন ইনফিউশনের নতুন ওষুধ বিক্রয় বৃদ্ধিতে অবদান রাখবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাক্সিমক্স আইভি নামক একটি নতুন ওষুধ বাজারজাত করছে ওরিয়ন ইনফিউশন। ওষুধটি কোম্পানির বিক্রয় বৃদ্ধিতে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। রবিবার কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারম্যান বলেন, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কোম্পানি এ বছর ম্যাক্সিমক্স আইভি নামক একটি নতুন পণ্য বাজারজাত করছে যা ফ্লোরোকুইনোলোন এন্টিবায়োটিক থেরাপিউটিক শ্রেণীর মক্সিফ্লক্সাসিন জেনেরিক। আমরা আশা করছি এই নতুন ওষুধ কোম্পানির বিক্রয় বৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হবে। কোম্পানির ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। কোম্পানি সমাপ্ত হিসাব বছরের জন্য ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৮-১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৯৭ পয়সা। গত ৩০ জুন, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৬৬ পয়সা। এদিন কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। এজিএম ও ইজিএমে এ কোম্পানির চেয়ারম্যানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবাইদুল করিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নন-এক্সকিউটিভ পরিচালক জেরিন করিম, পরিচালক মোহাম্মদ এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক শফিকুর রহমান। সভায় সাধারণ শেয়ারধারী উপস্থিত ছিলেন।
×