ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ সকালে বায়ু দূষণের শীর্ষে ঢাকা

প্রকাশিত: ২৩:৪৭, ১৫ ডিসেম্বর ২০১৯

আজ সকালে বায়ু দূষণের শীর্ষে ঢাকা

অনলাইন রিপোর্টার ॥ বিশ্বের সব দূষিত শহরকে পেছনে ফেলে রাজধানী ঢাকা ফের শীর্ষে চলে এসেছে। রাজধানী ঢাকার বাতাস আজ রবিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ছিল বিশ্বের সবচেয়ে দূষিত। যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ালের তথ্য অনুযায়ী, ঢাকায় এসময় বায়ু দূষণের পরিমাণ ছিল ২৩৭ পিএম। ২৩৬ পিএম নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাটোর। ১৯৭ পিএম নিয়ে আফগানিস্তানের কাবুল তৃতীয়, ১৯১ পিএম নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ, ১৮৩ পিএম নিয়ে চীনের চেংদু পঞ্চম এবং ১৮২ পিএম নিয়ে ষষ্ঠ ছিল ভারতের দিল্লি। তবে ঢাকাকে প্রথম স্থান বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি মঙ্গলিয়ার উলানবাটোর। ২৪০ পিএম দূষণ নিয়ে ৮টা ৫০ মিনিটে সে শীর্ষ দূষণের শহরে চলে আসে। তখন ঢাকা হয়ে যায় দ্বিতীয়। যদিও সকাল সাড়ে ৮টা থেকে দ্বিতীয় স্থানেই ছিল ঢাকা। ২৩৭ পিএম বায়ুদূষণ খুবই অস্বাস্থ্যকর। বিশ্বের বিভিন্ন দেশ এরকম পরিস্থিতিতে নানা ধরনের সতর্কতা জারি করে। কিন্তু বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে এ ধরনের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
×