ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ

প্রকাশিত: ০৯:৪০, ১৫ ডিসেম্বর ২০১৯

পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় কার্যকর হওয়া কুখ্যাত যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লাকে শহীদ হিসেবে দৈনিক সংগ্রামে ধৃষ্টতাপূর্ণ প্রতিবেদন করায় বগুড়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ। বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা শনিবার শহরের সাতমাথায় প্রতিবাদ বিক্ষোভ করে প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ হিসেবে ‘দৈনিক সংগ্রাম’ পোড়ায়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সমবেত হয়ে দৈনিক সংগ্রামে ধৃষ্টতাপূর্ণ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানায়। এ সময় ‘সংগ্রাম পত্রিকায়’ অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানানো হয়। ডিবি পরিচয়ে ছিনতাই নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৪ ডিসেম্বর ॥ বগুড়ার সান্তাহারে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশির নামে ইজিবাইক (টমটম) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শহরের মালশন নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন বলে দাবি করেছেন। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলা শহরের মাস্টারপাড়ার হারুনুর রশিদ তার ব্যাটারিচালিত ইজিবাইকে নওগাঁর মুক্তির মোড় থেকে রিজার্ভ ভাড়ায় যাত্রী নিয়ে রানীনগর যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৭টার দিকে সান্তাহার-রানীনগর সড়কের বড় মালশন নামক স্থানে পৌঁছলে, ডিবি পুলিশ পরিচয় দেয় এবং তল্লাশি করার কথা বলে চালক হারুনুর রশিদকে ইজিবাইক থেকে নামিয়ে দেয় এবং ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।
×