ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে আর্টক্যাম্প পরিদর্শন করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

প্রকাশিত: ০৯:৩৯, ১৫ ডিসেম্বর ২০১৯

শ্রীমঙ্গলে আর্টক্যাম্প পরিদর্শন করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

সংবাদদাতা, শ্রীমঙ্গল, ১৪ ডিসেম্বর ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাপ্ত হয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশনের আয়োজিত মহাত্মা গান্ধী আর্টক্যাম্প। মহাত্মা গান্ধির সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আর্টক্যাম্পটির আয়োজন করা হয়। আগামী ২০২০ সালের জানুয়ারির দিকে ঢাকা শিল্পকলা একাডেমিতে এই ছবিগুলো প্রদর্শন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও বিখ্যাত শিল্পী রোকেয়া সুলতানার তত্ত্বাবধানে বাংলাদেশের ১৫ তরুণ শিল্পী এতে অংশগ্রহণ করেন। শনিবার বিকেলে উপজেলার টি রিসোর্ট মাঠে আর্টক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী বিশ্বদীপ দে। পরে চিত্রকল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা মহাত্মা গান্ধীর অবয়বগুলো ঘুরে দেখেন তিনি। এর আগে মহাত্মা গান্ধীর জীবন নিয়ে এসময় উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী বিশ্বদীপ দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক রোকেয়া সুলতানা, সহকারী হাইকমিশনার এল কৃষ্ণ মুর্তি প্রমুখ। আর্টক্যাম্পে তরুণ শিল্পীদের উৎসাহী অংশগ্রহণ দেখে ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী বিশ্বদীপ দে বলেন, গান্ধীজীর দর্শন নিয়ে তাদের ভাবনার সত্যিকার প্রতিফলন হয়েছে তাদের শিল্পকর্মে। মীরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৪ ডিসেম্বর ॥ পানিতে ডুবে ১ বছর ৯ মাস বয়সী আরিয়ান চৌধুরী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টায় খইয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামে নানার বাড়ির পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। শিশুটি পাশর্^বর্তী উপজেলা সীতাকু- থেকে খইয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শিশুটির পিতার নাম নুরুল আমিন। জানা গেছে, ঘটনার দিন সকালে নাস্তার পর বাড়ির হাঁস পুকুরে ছেড়ে দেয়া হয়। এই সময় সকলের অজান্তে হাঁসের পিছু পিছু শিশুটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে তার লাশ ভেসে ওঠে।
×