ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিআরটিসির বাস চালুর দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

প্রকাশিত: ০৯:৩৮, ১৫ ডিসেম্বর ২০১৯

বিআরটিসির বাস চালুর দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৪ ডিসেম্বর ॥ নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার দিকে শহরের মোক্তারপাড়া সড়কে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেত্রকোনা সরকারী কলেজ, নেত্রকোনা সরকারী মহিলা কলেজ, আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন : নেত্রকোনা সরকারী কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ ইসলাম, সাফিন আহম্মেদ, রনি মিয়া, আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ের ফাহিম জাহান, আব্দুস সামি, তানিম উসমান, সুলতান মাহমুদ, আয়েশা সানি, ইসরাত জাহান, সাদিয়া তাহসিন প্রমুখ। পরে তারা বিভিন্ন সেøাগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। জানা গেছে, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে গত রবিবার নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বিআরটিসির ১০টি দ্বিতল বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে হাবিবা রহমান খান শেফালী এমপি সার্ভিসটির উদ্বোধন করেন। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু উদ্বোধনের কয়েক ঘণ্টা পরই বাসগুলো বেসরকারী বাস মালিক সমিতি ও শ্রমিকদের বাধার মুখে পড়ে। এ বিষয়ে গত বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বিআরটিসি, পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি ও শ্রমিকদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১০টি দ্বিতল বাসের পরিবর্তে আপাতত পাঁচটি সিঙ্গেল বাস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার বিকেল থেকে বিআরটিসির দুটি সিঙ্গেল বাস চলছে। কিন্তু এতে জেলাবাসীর দুর্ভোগের কোন উন্নতি হয়নি। ডাবল ডেকার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জেলাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গত সোমবারও হাবিবা রহমান খান শেফালী এমপির নেতৃত্বে বিক্ষোভ মানববন্ধন হয়েছে। মুনাফালোভী বেসরকারী বাস মালিক সমিতির চাপে সরকারী সংস্থা বিআরটিসির সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সারা জেলায় আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।
×