ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাঁবু বিতরণ

প্রকাশিত: ০৯:৩৬, ১৫ ডিসেম্বর ২০১৯

তাঁবু বিতরণ

সংবাদদাতা, মঠবাড়িয়া, পিরোজপুর, ১৪ ডিসেম্বর ॥ উপকূলীয় এলাকা পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তাঁবু বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোয় জেলা রেড ক্রিসেন্টে সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বলেশ^র নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এ তারপলিন ও তাঁবু বিতরণ করা হয়। খাদ্য অধিকার নিয়ে সভা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৪ ডিসেম্বর ॥ ‘খাদ্য অধিকার আইন চাই’ শীর্ষক কিশোরগঞ্জে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার তারাপাশায় ফ্যামিলি টাইস কর্তৃক আয়োজিত সমাবেশে নানা শ্রেণী পেশার শত শত নারীরা অংশ নেয়। ফ্যামিলি টাইস’র নির্বাহী খুজিস্থা বেগম জোনাকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ডাঃ মাসুমা আক্তার। সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের কাছে দাবি জানিয়ে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, নারীনেত্রী হাসিনা হায়দার চামেলী, কৃষাণী নূরজাহান, কৃষক রব্বানী প্রমুখ।
×