ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউপি নির্বাচন

চরফ্যাশনে দুই গ্রুপের মামলায় শতাধিক আসামি

প্রকাশিত: ০৯:৩৬, ১৫ ডিসেম্বর ২০১৯

চরফ্যাশনে দুই গ্রুপের মামলায় শতাধিক আসামি

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ১৪ ডিসেম্বর ॥ চরফ্যাশনের নুরাবাদ ইউপি নির্বাচনের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান ও স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় দুলারহাট থানায় শতাধিক লোককে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। আনোয়ার গ্রুপের শাহে আলম বাদী হয়ে আবুল বাসারসহ ৫৭ জনকে জ্ঞাত আসামি ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। মোস্তাফিজ গ্রুপের ইমাম হোসেন নয়ন বাদী হয়ে ফরহাদসহ ৩৯ জনকে জ্ঞাত, ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। তবে মামলার কোন আসামি গ্রেফতার হয়নি। শনিবার পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুলারহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোওয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম তিন দিনের মধ্যে দুই প্রার্থীকে জবাব দাখিল এবং দুলার হাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোওয়ারীকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে অনুরোধ করছেন। আমতলীতে বাল্যবিয়ে বন্ধ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৪ ডিসেম্বর ॥ আমতলীর ইউএনও মনিরা পারভীনের হস্তক্ষেপে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রী হনুফা আক্তারের (১১) বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া গ্রামে শুক্রবার রাতে। জানা গেছে, কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া গ্রামের বজলু সরদারের কন্যা হনুফা পশ্চিম কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। হনুফার বাবা-মা শুক্রবার রাতে একই গ্রামের ফুফাত ভাই গার্মেন্টস কর্মী দেলোয়ারের সঙ্গে বিয়ের সকল আয়োজন সম্পন্ন করে। বাল্যবিয়ের খবর পেয়ে আমতলীর ইউএনও মনিরা পারভীন হনুফার বাড়িতে উপস্থিত হয়। ইউএনওর উপস্থিতি টের পেয়ে বর পক্ষ পালিয়ে যায়। পরে ইউএনও হনুফার বাবা-মাকে ডেকে বাল্যবিয়ের কুফল বুঝিয়ে বলেন। পরে তারা তাদের ভুল বুঝতে পেরে কন্যাকে আর বাল্যবিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। বন্ধ হয়ে যায় হনুফার বাল্যবিয়ে।
×