ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ছবি অবমাননায় প্রধান শিক্ষক সাসপেন্ড

প্রকাশিত: ০৯:৩৬, ১৫ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধুর ছবি অবমাননায় প্রধান শিক্ষক সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় আগৈলঝাড়া উপজেলা সদরের শতবর্ষী ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রিকে বরখাস্ত করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের সূত্রধরে অভিযোগের তদন্ত করা হয়। তদন্ত রিপোর্টে রাষ্ট্রীয় ছবি অবমাননার সত্যতা পাওয়ার পর এডহক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রিকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার প্রেক্ষিতে প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের জন্য থানার ওসির কাছে সুপারিশ করা হয়েছে। থানার ওসি (তদন্ত) মোঃ নকিব আকরাম জানান, প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির বিরুদ্ধে রাষ্ট্রীয় ছবি অবমাননার অভিযোগে শুক্রবার রাতে ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা খায়রুল বাশার বাপ্পী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পটিয়ায় জাপার সম্মেলন পণ্ডে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১৪ ডিসেম্বর ॥ পাল্টাপাল্টি কর্মসূচীতে জাতীয় পার্টি চট্টগ্রামের পটিয়া উপজেলা সম্মেলন প- হয়ে গেছে। শনিবার সকালে উপজেলার শান্তিরহাট এলাকায় দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক নুরুচ্ছফা সরকারের নেতৃত্বে সম্মেলনের আয়োজন করলেও জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামশুল আলম মাস্টারের নেতৃত্বে লোকজন তা প- করে দিয়েছেন। সম্মেলন প- হওয়ার পর নুরুচ্ছফা সরকারের লোকজন পটিয়া শান্তিরহাট এলাকায় বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ সভা করেছেন। পটিয়া উপজেলা জাপার আহ্বায়ক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও নুর হোসেন সওদাগরের পরিচালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন-দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক নুরুচ্ছফা সরকার। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আবদুর রব চৌধুরী টিপু প্রমুখ।
×