ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চারদিনের বেজিং সফরে ক্যারি লাম

প্রকাশিত: ০৯:২৭, ১৫ ডিসেম্বর ২০১৯

চারদিনের বেজিং সফরে ক্যারি লাম

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম শনিবার বেজিং সফরে যান। গত মাসে স্থানীয় নির্বাচনে তার সরকারের বিশাল পরাজয়ের পর এটিই চীনে তার প্রথম সফর। এ সফরে তার সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিদের পরিবর্তনের বিষয়ে আলোচনা হবে বলেই অনুমান জোরদার হচ্ছে। লাম তার চারদিনের সফরে চীন শাসিত নগরটিতে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তিনি সোমবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। রয়টার্স। গত ছয় মাস প্রতিদিন এবং প্রায়ই সহিংস বিক্ষোভের কারণে হংকং প্রকম্পিত হয়েছে। ইতোমধ্যে প্রত্যাহার করা একটি বিতর্কিত প্রত্যাবাসন বিলকে কেন্দ্র করে শুরু হওয়া ওই সরকারবিরোধী বিক্ষোভ এখন অধিকতর গণতান্ত্রিক স্বাধীনতার দাবিতে পরিণত হয়েছে। গত রবিবার হাজারো বিক্ষোভকারী বেজিংয়ের হংকংবাসীর স্বাধীনতা খর্বের বিরুদ্ধে বিক্ষোভ করে। ১৯৯৭ সালে সাবেক ব্রিটিশ উপনিবেশটি চীনের কাছে ফিরিয়ে দেয়ার সময় বেজিং হংকংবাসীর স্বাধীনতা সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। অনেক তরুণ বিক্ষোভকারী লামের সরকারের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। তারা সামাজিক বৈষম্য ইস্যু মোকাবেলায় ব্যর্থতার জন্য তার সরকারকে অভিযুক্ত করেছে। হংকং বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর মধ্যে একটি। সম্প্রতি লাম বলেছেন, মন্ত্রিসভায় রদবদল কোন আশু কাজ নয় এবং তিনি হংকংয়ের আইনশৃঙ্খলা পুনঃবলবতে তার প্রচেষ্টার ওপর জোর দেবেন। আর কতদিন বেজিং তাকে সমর্থন দিতে ইচ্ছুক সে সম্বন্ধে এখনও সন্দেহ রয়েছে। বিশেষ করে গত মাসে স্থানীয় নির্বাচনে গণতন্ত্রপন্থী প্রার্থীদের ৯০ শতাংশ আসনে জয়ের পর। চীন অসহিষ্ণুতার নিন্দা করেছে এবং বিদেশী হস্তক্ষেপকে দোষারোপ করেছে।
×