ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১২ মিনিটে ইউনাইটেডের ৪ গোল

প্রকাশিত: ১১:৩৩, ১৪ ডিসেম্বর ২০১৯

 ১২ মিনিটে ইউনাইটেডের ৪ গোল

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যর্থতায় খাবি খেতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যানচেস্টার ডার্বিতে প্রতিবেশী ম্যানচেস্টার সিটিকে হারানোর পর এবার উয়েফা ইউরোপা লীগেও দারুণ জয় পেয়েছে রেড ডেভিলসরা। বৃহস্পতিবার রাতে ‘এল’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ডাচ ক্লাব এজেড আলকমারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক ম্যানইউ। ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে প্রথমার্ধে কোন গোল না পাওয়া কোচ ওলে গানার সোলসজায়ের দল বিরতির পর মাত্র ১২ মিনিটের ব্যবধানে গোলগুলো আদায় করে। অর্থাৎ ম্যাচের ৫৩ থেকে ৬৪ মিনিটে গোল চারটি আদায় করে ম্যানইউ। দলটির জয়ে জোড়া গোল করেন টিনএজার মাসন গ্রিনউড। একটি করে গোল করেন এ্যাশলে ইয়ং ও জুয়ান মাতা। এর ফলে জয় দিয়ে গ্রুপপর্বের মিশন শেষ করেছে ম্যানইউ। পরশু রাতে শেষ হয়েছে গ্রুপপর্বের খেলা। সেখান থেকে ৩২টি দল উঠে এসেছে নকআউট রাউন্ডে। সোমবার হবে ড্র। এরপর জানা যাবে কোন্ দল কার বিরুদ্ধে খেলবে। ম্যানইউ দুর্দান্ত জয় পেলেও জয় পায়নি আর্সেনাল। ‘এফ’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের ক্লাব স্ট্যান্ডার্ড লীগের সঙ্গে হারতে হারতে কোনরকমে ২-২ গোলে ড্র করেছে গানার্সরা। সেরা বত্রিশে যাওয়ার পথে এক পা আগেই দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ রাউন্ডের ম্যাচটি তাই গ্রুপসেরা হওয়ার লড়াই ছিল তাদের। তাতে সফল হয়েছে ইংলিশ পরাশক্তিরা। দারুণ জয়ে ১৩ পযেন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষ দল হয়েছে ম্যানইউ। এর আগে ডাচ সফরে দু’দলের সাক্ষাতে গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হয়েছিল ইউনাইটেডকে। তবে এবার ঘরের মাঠে রেড ডেভিলসদের ভয়ঙ্কর রূপ দেখেছে আলকমারকে। দুর্দান্ত লড়াই করে প্রথমার্ধে অবশ্য নিজেদের গোলপোস্ট অক্ষত রেখেছিল ডাচ ক্লাবটি। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৩ মিনিটে এ্যাশলে ইয়ং এগিয়ে দেয় ইউনাইটেডকে। এরপর ৫৮ মিনিটে ব্যবধান বাড়ান মাসন গ্রীনউড। ১৮ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড জোড়া গোল পূর্ণ করেন ৬৪ মিনিটে। তার দুই মিনিট আগে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি আদায় করে নেন জুয়ান মাতা। চলতি মৌসুমে সময়টা ভাল যাচ্ছে না আর্সেনালের। ইংলিশ প্রিমিয়ার লীগে একের পর এক হার যেন সয়ে গেছে তাদের। গত ম্যাচে টানা ৮ ম্যাচ পর জয়ের মুখ দেখা গানার্সরা ফের হারের মুখে পড়েছিল বেলজিয়ামে। তবে এবার শেষ মুহূর্তের দুই গোলে বেঁচে গেছে ফ্রেডি লুজেনবার্গের শিষ্যরা। শেষ পর্যন্ত বেলজিয়ান ক্লাব স্ট্যান্ডার্ড লীগের সঙ্গে ড্র করে ‘এফ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেরা বত্রিশে জায়গা করে নিয়েছে গত আসরের ফাইনালিস্টরা। গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে অ্যাওয়ে ম্যাচ খেলতে বেলজিয়ান সফরে যায় আর্সেনাল। অন্যদিকে একই গ্রুপে ফ্রাঙ্কফুর্ট মাঠে নামে ৯ পয়েন্ট নিয়ে। স্ট্যান্ডার্ড লীগের পয়েন্ট ছিল ৭। সেক্ষেত্রে গানার্সরা যদি হারত এবং ফ্রাঙ্কফুর্ট জিতত তাহলে সব হিসেব উল্টে যেত। রানার্সআপ হতে হত আর্সেনালকে। তবে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট হেরে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। আর্সেনাল হেড টু হেডে স্ট্যান্ডার্ড লীগের বিরুদ্ধে এগিয়ে থাকায় সেরা বত্রিশে এক পা আগেই দিয়ে রেখেছিল। হোম ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে তারা বেলজিয়ান ক্লাবটিকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। ফিরতি লেগে সেই হারের প্রতিশোধ তুলতে যেন মাঠে নেমেছিল স্ট্যান্ডার্ড লীগে। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতি থেকে ফিরে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ৪৭ মিনিটে বাস্টিয়ানের পর ৬৯ মিনিটে দলটিকে এগিয়ে দেন আমাল্লাহ। আরেকটি পরাজয় চোখ রাঙাতে থাকা আর্সেনালকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন আলেকজান্দ্রে লাকাজাট্টে। ৭৮ মিনিটে ফরাসী এই ফরোয়ার্ডের গোলে ব্যবধান কমায় গানার্সরা। এর তিন মিনিট পর বুকায়ও সাকার গোলে হার থেকে রক্ষা পায় ইংলিশ জায়ান্টরা।
×